“হাউ আর ইউ ফিরোজ” (কেমন আছো) এর গ্র্যান্ড ওপেনিং হল-কলকাতা জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে, বাংলা সিনেমা
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
“হাউ আর ইউ ফিরোজ”
বাংলা সিনেমার, চতুর্থ স্ক্রীনিং এর গ্র্যান্ড ওপেনিং হল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঠিক বিকেল তিনটায়।
কলকাতা জাতীয় গ্রন্থাগারে , এই প্রথম একটি বাংলা সিনেমা, দর্শকদের উপহার দিতে পেরে পরিচালক রুপসা গুহ গর্বিত বলে মনে করেন,, যে সিনেমাটি কলকাতার মানুষের কথা ও ভিন্ন ধর্মী মানুষের ভাষা কে ঘিরেই তৈরি হয়েছে।
“হাউ আর ইউ ফিরোজ”
এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন- ফিরোজ, যাহার ডাকনাম- সিরাজ। বইটির নামকরণ করা হয়েছে, ফার্সি ভাষা কে কেন্দ্র করে বলে জানান পরিচালিকা।
“হাউ আর ইউ ফিরোজ”
এই ছবিটিতে অভিনয় করেছেন, অভিনেতা সিরাজ , অভিনেত্রী মনতাসা দাস, অভিনেতা রানা বসু ঠাকুর, অভিনেতা অশোক বিশ্বনাথন, অভিনেত্রী শর্মিলা সেন,
“হাউ আর ইউ ফিরোজ”
রূপসা গুহ, লেখক দেবায়ুষ চৌধুরী, সহ অন্যান্যরা, এটি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার সূচনা করলেন, প্রথম স্কিনিং দেখানো হয় নন্দনে তৃতীয়টি দেখানো হয় লেক মলে,
“হাউ আর ইউ ফিরোজ”
চতুর্থটি দেখানো হলো জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। এবং ১২ ই সেপ্টেম্বর দেখানো হবে বেশ কয়েকটি হলে, প্রচুর দর্শকের প্রতিক্রিয়া ও মানুষের ভালবাসায়, আমরা একটি একটি করে চতুর্থ ক্লিনিং সম্পন্ন করতে পেরেছি।
“হাউ আর ইউ ফিরোজ”
আর এই জাতীয় গ্রন্থাগারে সিনেমাটি দেখানোর মূল উদ্দেশ্য ছিল, দাদুকে উৎসর্গ করে, আমার দাদুকে স্মরণ করে রাখা, আমার দাদু চারচন্দ্র গুহর বেশ কয়েকটি dictionary এই জাতীয় গ্রন্থাকারে রয়েছে, এবং তার বেশকিছু অরজিনাল লেখা জাতীয় গ্রন্থাকারে রাখা রয়েছে।
“হাউ আর ইউ ফিরোজ”
তাই এই সিনেমাটি জাতীয় গ্রন্থাকারে প্রকাশ পাওয়ায় আমি ধন্য এবং আমার দাদু নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন। স্বল্প বাজেটের ছবি, কলকাতা বাসীদের জন্য, ভিন্ন ভাসীদের জন্য,
“হাউ আর ইউ ফিরোজ”
আর একটা কথা না বললেই নয়, জাতীয় গ্রন্থাগারই ভিন্ন ভাষার বই রয়েছে, যার মধ্য দিয়ে আজকের এই সিনেমার অনেক মিল খুঁজে পাবেন। আমি শুধু চেষ্টা করেছি ছবিটিকে তৈরি করার,
“হাউ আর ইউ ফিরোজ”
মানুষের মনকে আন্দোলিত করার জন্যই, ছবিটি দেখলে আপনারাই বুঝতে পারবেন, কি রয়েছে, কেন এই ধরনের নামকরণ করা হলো , দীর্ঘ ৩০ বছরের পথ চলার পর, এরকম একটি ছবি দর্শককে উপহার দিতে পেরেছি। মুখার্জি পরিবারের আভিজাত্য কে ঘিরে, বয়স্ক পারসি মানুষের স্মৃতিচারণ , তখনকার দিনের প্রেম ভালবাসা,
“হাউ আর ইউ ফিরোজ”
এখনকার দিনের আত্ম মর্যাদা, আজকের দিনের দৈনতা একটা মনের অস্থিরতাকে , এবং তখনকার দিনের একজনের সাথে একজনের যে গভীর ভালোবাসা ও দুইজনের সম্পর্ক যেভাবে নিবিড় হয়ে থাকতো যা এখন দেখা যায় না ,
এই সকলকে ঘিরেই, এবং বিভিন্ন মানুষের ভাষার উপর ভিত্তি করে আমাদের এই সিনেমাটি তৈরি হয়েছে।
আজ দর্শকদের সিনেমাপ্রেমীদের ভালোবাসায় ও উজ্জ্বল উপস্থিতিতে, আমাদের পথচলা অনেকটাই এগিয়ে দিলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””