নগর সংবাদ,,রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়।।আজ বিকেলে হাওড়ার শালিমারে রেল এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন SERNC জেনারেল সেক্রেটারী গোপাল বেরা....... ভারতীয় রেল যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে, একাধিক ব্যবস্থা গ্রহণ করেন এমনটা দাবি করা সত্ত্বেও রেল কর্মীদের একটা অংশ মনে করছেন নিরাপত্তা নিরীক্ষে রেল আগের অবস্থানে নাই, রেলপথে নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে সর্ম্পকীয় একাধিক বিভাগের শিক্ষানবিশ কর্মচারী দিয়ে কাজ করাচ্ছে ভারতীয় রেল ,যার ফলে বিঘ্নিত হচ্ছে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা রেলের, বেশকিছু বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে, যাত্রী পরিষেবার ক্ষেত্রেও শেখানেও দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি সংস্থাকে, অবিলম্বে রেলের শুন্য পদে নিয়োগ এবং ভারতীয় এবং জাতীয় সংস্থার গৌরবের কথা মাথায় রেখে রেলকে আধুনিকী করনের সঙ্গে সঙ্গে রেলের যে দায়িত্ব কর্তব্য এবং ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব রেল মন্ত্রক কেই নিতে হবে ,এই দাবিতে সরব হলেন SERNC ।