প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে রাস্তা সংস্কারে ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফাইজুল ইসলামের পরিদর্শন
হাজীগঞ্জে রাস্তা সংস্কারে ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফাইজুল ইসলামের পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি- নারায়নগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড হাজিগঞ্জ এলাকায় শাখা সড়ক শাহ্পরান রোডটিতে প্রায় ২৫০ টি পরিবারের লোকজনের বসবাস। শাহপরান সড়কটি দীর্ঘদিন যাবত জলে তলিয়ে যাওয়ার কারনে চলাচলের অনুপযোগী হয়ে আছে। ফলে স্হানীয় জনগণকে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে । শনিবার (২২জুন) বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফাইজুল ইসলাম তিনি স্হানীয় ওয়ার্ড মেম্বার নাজমুল হোসেন সবুজকে সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম বলেন , রাস্তাটি চলাচলের অনুপযোগী ও বেহাল অবস্থা এ বিষয়টি স্হানীয় মুরব্বিদের মাধ্যমে জানতে পেরে আজ আমি পরিদর্শনে এসেছি। রাস্তার অবস্হা দেখে আমি মর্মাহত হলাম। রাস্তায় জমে থাকা পানি ও ড্রেনের নোংরা পানি মিলে একাকার হয়ে আছে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে অতিদ্রুত রাস্তাটি সংস্কারে পদক্ষেপ নিবো। এলাকাবাসীর চলাচলে যেনো আর ভোগান্তিতে পড়তে না হয়। এ সময় স্হানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক কবির মিয়া,মিলন মাস্টার, সমাজ সেবক ইন্জিনিয়ার মাসুদ, সমাজ সেবক বদিউজ্জামান বদু, ব্যবসায়ী জসিম,বাবু, নূরুল হক সহ প্রমূখ।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.