প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ
হাজীপুর যুব সমাজের উদ্যোগে সাংবাদিক ইমদাদুল হক মিলনের চাচা আফানূর বেপারী জন্য দোয়া।
হাজীপুর যুব সমাজের উদ্যোগে সাংবাদিক ইমদাদুল হক মিলনের চাচা আফানূর বেপারী জন্য দোয়া।
বিশেষ প্রতিনিধি :-হাজীপুর যুব সমাজের উদ্যোগে সাংবাদিক ইমদাদুল হক মিলনের চাচা আফানূর বেপারী জন্য ৪ঠা আগষ্ট শুক্রবার মধ্য হাজীপুর বাইতুল আলম জামে মসজিদে জুম্মা নামাজের পরে তার আত্তার মাগফেরাত কামনায় এ দোয়া অনুষ্টিত হয়। উক্ত দোয়া ও মোনাজাতে ঐ সময় অংশ গ্রহন করেন মধ্য হাজীপুর পাঞ্চায়েত কমিটির সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর ইসলাম মোল্লা,সিনিয়ার সহ-সভাপতি হাসেম ভান্ডারী সহ-সভাপতি সামছুল আলম, অলিউল্লা আশিকী,ক্যাশিয়ার আবুল বাসার, সাবেক সাধারন সম্পাদক শহিদুল রহমান সহিদ, সাধারন সম্পাদক মাসুদ রানা, দাতা সদস্য খোকন প্রধান, ঐ সময় মোনাজাত আরো অংশ নেন- সুমন মিয়া রমজান আলী, রোস্তুম আলী,আল-আমিন,সোহেল, মামুন সিপলু,সজীব,জুয়েল,রায়হান, ফজর আলী, অন্তুু,বিজয়,,তানভীর, সান্ত সহ অত্ত এলাকায় গন্যমার্ন বৃক্তিবর্গ এই সময় উপস্তিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মধ্য হাজীপুর বায়তুল আলম জামে মসজিদের পেস ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল কালাম শান্তি নগরী, পরে সকলের মাজে নেওয়াজ বিতরন করা হয়। উল্লেখ্য গত ২৬ জুলাই শুক্রবার ভোরে চার টার সময় ষ্টোক করে তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন তিনি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.