প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ১২:৫১ পূর্বাহ্ণ
হাটহাজারীতে তাণ্ডব: হেফাজত নেতা আসাদ গ্রেপ্তার।
নগর সংবাদ।।সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি,চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজত ইসলামের সাবেক নেতা আসাদুল্লাহ আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফটিকা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে, রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় র্যাব-৭, হাটহাজারী থানার ফটিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, আসাদুল্লাহ হেফাজতের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। র্যাব জানায়, গত ২৬ ও ২৭শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন চলাকালে হাটহাজারী এলাকায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা, তার বিরুদ্ধে হাটহাজারী থানায় দুইটি মামলা রয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.