কুষ্টিয়া প্রতিনিধি।।
মাহবুবউল আলম হানিফের আসনে নির্বাচন স্থগিতের আবেদন করেন-স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আবেদন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তণু। একইসঙ্গে তিনি দুপুরে নিজ বাসভবনে ভোট বর্জনের ঘোষণাসহ এ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ (নৌকা প্রতীক) পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। তবে দুপুর দুইটা পর্যন্ত কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।