প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২১, ১০:২৫ অপরাহ্ণ
হাসপাতালে আইসিইউতে অসুস্থ -বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ
নগর সংবাদ।।হাসপাতালে ভর্তি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করো’না আ’ক্রা’ন্ত নন। গত ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামর’িক হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান বি’ষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সোমবার তিনি বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’ তিনি আরো বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’ রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.