নগর সংবাদ।।অনলাইন ডেস্ক:হায়রে সম্পত্তি-রাজবাড়ীতে ভাগ বাটোয়ারায় ব্যস্ত সন্তানেরা ,পিতার লাশ উঠানে ফেলে:হায়রে সম্পত্তি-রাজবাড়ীতে ভাগ বাটোয়ারায় ব্যস্ত সন্তানেরা ,পিতার লাশ উঠানে ফেলে।
বাবা মারা গেছেন গতকাল মঙ্গলবার দুপুরে। চলছিল রাতের মধ্যে লাশ দাফনের প্রস্তুতি। এর মধ্যে পাঁচ সন্তানের মধ্যে জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝগড়া লাগে। দিন পেরিয়ে সারা রাত চলে পরিবারের ঝগড়া। এমন চিত্র দেখে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। চেয়ারম্যান আজ বুধবার সকালে এসে সালিস বসিয়ে সন্তানদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। বেলা দুইটা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে থাকে লাশ। সালিসে সমঝোতা না হলে চেয়ারম্যান হস্তক্ষেপ করে দুপুরে লাশ দাফনের ব্যবস্থা করেন। কিন্তু এর মধ্যে বড় ছেলের ফোন পেয়ে পুলিশ এসে লাশ রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়া অম্বলপুর গ্রামের। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অম্বলপুর গ্রামের কৃষক ইয়াছিন মোল্লা (৮৮)। ইয়াছিন মোল্লার