ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এঁর নেতৃত্বে ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোডস্থ সাউদ ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী তিশা প্লাস নামীয় যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ০২ জনকে ১১.৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত আসামী খন্দকার শাকিল আহমেদ(২৫) গাজীপুর জেলার কালিয়াকৈয়র উপজেলার কলাবাধা গ্রামের খন্দকার মনসুর আলীর ছেলে। অপর আটককৃত আসামি মো: আরিফ হাওলাদার (২২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পশ্চিম নদমুলা গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।