প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ১:১৩ পূর্বাহ্ণ
১৪ দলীয় জোট শরিকদের নিয়ে বৈঠকে জোট নেত্রী শেখ হাসিনা
১৪ দলীয় জোট শরিকদের নিয়ে বৈঠকে জোট নেত্রী শেখ হাসিনা
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠক উপলক্ষে মাগরিবের পর থেকে গণভবনে প্রবেশ করেন জোট নেতারা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশরসহ শরিক দলের শীর্ষ নেতারা গণভবনে প্রবেশ করেন। জানা গেছে, জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্যান্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল। আজকের বৈঠকে জোট নেতাদের দাবি ও বক্তব্য শুনবেন শেখ হাসিনা। এরপর আসন বণ্টনের সিদ্ধান্ত হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.