আজ ১৬ই এপ্রিল মঙ্গলবার, সারা এলাকায় চলছে বাসন্তী পূজার ধুম ও ঢাকে কাঠি পরছে । আর ঠিক সেই সময়ে ,মেতে উঠেছে বরানগর বারুইপাড়া দেবীগড় মাঠ এলাকায় দে পরিবারের পুজো। এবারে তাদের ১৭তম বর্ষে পদার্পণ করল,
প্রতি বছরই প্রতিমা নিয়ে আসেন কলকাতার বিখ্যাত কুমারটুলি থেকে, গাড়ির পুজো ১৭ তম বর্ষ বড় করে হল, বহুদিন ধরে এই পুজো চলে আসছে।, এই পুজোতে সবাই মিলে আনন্দ করতে দেখা যায়।
ঠিক সন্ধেই উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শ্রীরামকৃষ্ণ পাল ও শ্রীমতী সরমা পাল, উপস্থিত ছিলেন
এলাকার মহিলা বৃন্দরা , সন্ধ্যা থেকেই একটা আনন্দে মেতে উঠেছিল সবাই, পুরোহিত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর পূজো করলেন,
এবং পুজোর শেষে যাহারা উপস্থিত ছিলেন সকলকে বসিয়ে ভোগ খাওয়ালেন। দে বাড়ীর কর্মকর্তা মিলন দে ও রুমা দে এবং ছেলে প্রেম দে, সবাই সংক্ষিপ্তভাবে বললেন,
পুজো হয়তো দে বাড়ীর, কিন্তু এইভাবে সবার সহযোগিতা না থাকলে, কখনোই এত সুন্দর ভাবে পূজা হতো না। সবার আশীর্বাদ আছে বলেই,আমরা এই পুজোটাকে ধরে রাখতে পেরেছি এবং আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাহারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই, একদিকে বাসন্তী পূজা,
অন্যদিকে অন্নপূর্ণা পূজো, দুটো পুজোয় আস্তে আস্তে অনেকটা অংশেই বেড়ে চলেছে, আর মহিলারাও মেতে উঠছেন ঠিক দুর্গা পুজোর মতো এই পুজোতে ও, সকাল থেকেই পুজোর আয়োজন করে চলেছেন।