ঢাকা প্রতিনিধি।।
ইতিহাসের সাক্ষী হতি পারলাম না। টাহার এখন মেলা অভাব। তবে ইচ্ছা ছিল তারেক রহমানকে দেখতি যাব।
তবে ঢাকায় যেতে না পারলেও প্রিয় নেতা দেশে আসায় ভীষণ উচ্ছ্বাসিত তিনি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে খিলক্ষেত ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি।
প্রত্যন্ত গ্রামের অলি-গলির চায়ের দোকানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে । নানা শ্রেণি পেশার মানুষ যারাই চায়ের দোকানে বসছেন তাদের মধ্যে বেশিরভাগ আলোচনা হচ্ছে তারেক রহমানকে নিয়ে।
১৭ বছর সাড়ে ৩ মাস পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।