







মা যেন সকলকে আশীর্বাদ করেন সকলে যেন সুখ শান্তিতে থাকেন। উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী রামকৃষ্ণ পাল মহাশয় ,
প্রাপ্তন কাউন্সিলর শ্রীমতি সরমা পাল মহাশয়া , মানু নাথ,গোপাল ঘোষ, প্রবীর দা ,সৌরভ এছাড়াও সকল সদস্য বৃন্দ ।
সায়ন্তিকা দি মা অন্নপূর্ণা দেবীর গলায় মাল্য দান করলেন । আর দেবী কাছে সবার জন্য প্রার্থনা করলেন সবাই যেন সুস্থ থাকেন, মা তাকেও যেন সুস্থ রাখেন।
ধন্যবাদ জানালেন সকল প্রতিবেশী, বন্ধুবান্ধব ,আত্মীয় -স্বজনদের যারা না থাকলে এতো সুন্দর ভাবে এই পুজো করা সম্ভব হতো না। সবাইকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ ।

