””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৯ই অক্টোবর বৃহস্পতিবার, ঠিক বিকেল চারটায়, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর আচার্য্য সুনীতি কুমার চ্যাটার্জী আর্ট গ্যালারিতে, বাগনান- বীণাপাণি কলামন্দির আয়োজিত এবং অসিত বরণ চক্রবর্তীর উদ্যোগে- দ্বিতীয় তম বর্ষের চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো
অজয় গুপ্তা, এবং উপস্থিত ছিলেন বীণাপাণি কলা মন্দিরের প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল যাহার উদ্যোগে গ্রাম বাংলার শিশুদের নিয়ে কর্মকাণ্ড শ্রী অসিত বরণ চক্রবর্তী সহ সহযোগী ছাত্রছাত্রীরা।
এই প্রদর্শনীতে একশোর বেশি গ্রাম বাংলার শিশু শিল্পী থেকে অন্যান্য শিল্পী সকলে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের ১৭০ টি ছবি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সম্মানীয় অতিথিরা বলেন,
আমরা অনেক প্রদর্শনীতে অতিথি হিসেবে গিয়েছি, কিন্তু এইরকম উদ্যোগ সচরাচর চোখে পড়ে না। যাহা অসিত বরণ চক্রবর্তী মহাশয় তুলে ধরেছেন গ্রাম বাংলার ছোট ছোট শিল্পীদের নিয়ে,
তাদের আঁকা ছবি এইরকম একটি স্থানে প্রদর্শিত করায়, যে সকল ছোট ছোট শিল্পীরা কোন দিন ভাবেনা, যে কোনদিন কলকাতার মতো এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মত জায়গায় তাদের ছবি প্রদর্শীত হবে, এই সকল শিল্পীদের অভিভাবকরাও খুশি, এবং অসিত বরণ বাবুকে তারা যেভাবে ধন্যবাদ জানালেন।
শুধু একটা কথাই আমরা বলব, ছোট ছোট শিল্পীদের মা-বাবাদের উদ্দেশ্যে, সকল প্রতিভা যেন মাঝ পথে থেমে না যায়, উৎসাহ দিন, এই সকল প্রতিবাদের এগিয়ে চলার পথ দেখান। যেন একদিন এরা বড় হয়ে আরো ভালো ছবি এঁকে বাইরের জগতে পৌঁছাতে পারে, এদের ছবি সবার সামনে তুলে ধরতে পারে ভিনদেশের প্রদর্শনীতে।
আমার প্রধান লক্ষ্য এই সকল গ্রাম বাংলার ছেলে মেয়েদের তুলে ধরা, এদের পাশে থাকা, তাই আমি কারের বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি রেজিস্ট্রেশনের মাধ্যমে, এর সাথে সাথে আমি একটি পরিকল্পনা স্থির করেছি,
যে কিছু স্কুলে সপ্তাহে একদিন করে, স্কুলের মাস্টারদের সহযোগিতায় বিনা পয়সায় ক্লাস করব, যাহাতে নিম্নবিত্ত ও অসহায় পরিবারের ছেলেমেয়েরা উৎসাহী হয়