প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ণ
২০০ পিস ইয়াবা সহ রাঙ্গুনিয়ার যুবদল নেতা গ্রেফতার
২০০ পিস ইয়াবা সহ রাঙ্গুনিয়ার যুবদল নেতা গ্রেফতার
রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার হত্যা মামলার এক আসামিকে ঢাকায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বেলা ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার গোলাপবাগ ট্রাফিক পুলিশ বঙের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম বখতিয়ার উদ্দিন (৪৮)। সে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার জামাল উদ্দিনের ছেলে। যুবদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত, তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বখতিয়ার উদ্দিনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়মিত ইয়াবা এনে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, গ্রেপ্তার বখতিয়ারের বিরুদ্ধ হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে এই মামলাগুলোতেও গ্রেপ্তার দেখাতে ঢাকায় প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো হয়েছে। তাছাড়া এলাকায় কিশোর গ্যাংদের আশ্রয় দিয়ে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.