ঢাকা প্রতিনিধি।।
২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত আরও ৯৯৬ জন গ্রেফতারঅন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৮২৫ জন। রোববার (১১মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৯৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৮২৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮২১ জনকে।
ই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি ছুর, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কুড়াল
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।