২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আজ চতুর্থ দিন,,,,,। আজ ৮ ই ডিসেম্বর শুক্রবার,,, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেলের চতুর্থ দিনে, সিনেমা প্রেমীদের জন জোয়ার চোখে পড়ার মতো,, নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে ,,,, একদিকে বিকেল থেকেই অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের,,
অন্যদিকে সিনেমার টিকিটে লাইন,, টিকিট নেওয়ার জন্য,,, বহুক্ষণ ধরে ধৈর্যের সহিত লাইনে দাঁড়িয়ে সিনেমা প্রেমীরা, বয়স্ক থেকে কচিকাচা,,
কিন্তু একটাই তাদের আফসোস সবাই টিকিট পাবে কিনা ,,এই নিয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়।। তাহারা বলেন আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট পাবো কিনা সন্দেহ,,
আজ চতুর্থ দিনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও অভিনেতা , পরিচালক ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী,
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা, ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে, দুটি প্রদর্শনীর আয়োজন করেন একটি গগনেন্দ্র কর্মশালা এবং উন্নতি নন্দন টু এর চত্বরে,,,
, শতবর্ষে মৃণাল সেনের উদ্দেশ্যে একটি পদর্শনী করেন নন্দন টু এর সম্মুখে এবং অন্যটি বোম্বের বিখ্যাত অভিনেতা দেব আনন্দের প্রদর্শনী করেন তার বিভিন্ন বই সম্পর্কে,,
প্রত্যেকটি জায়গাতেই সিনেমা প্রেমী এবং দর্শকদের আনাগোনা চোখে পড়ার মতো।।। তবে অনেকেই বলেন আজকের থেকে আগামী শনি ও রবিবার আরো ভিড় হবে এটুকু আশা করা যায় ,,
কারণ সমস্ত অফিস কাচারি ছুটি থাকে। শুধু তাই নয় এই দুটো দিন মানুষকে সিনেমা টিকিটের জন্য আরো বেশি জন্য লাইনে দাঁড়াতে হবে ।
এবং এই কয়েকটা দিনের সিনেমায়, প্রত্যেকটি সিনেমাতেই হাউসফুল,, অনেকেই টিকিট পাননি। বা দেখার সুযোগ পাননি। ,,