প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৩, ১২:২০ পূর্বাহ্ণ
৩১শে ডিসেম্বর বৎসরের শেষ দিন, মেতে উঠেছে কলকাতা শহর , দর্শনার্থীদের ভীরে, বিল সামলাতে প্রশাসনের ব্যস্ততা
৩১শে ডিসেম্বর বৎসরের শেষ দিন, মেতে উঠেছে কলকাতা শহর , দর্শনার্থীদের ভীরে, বিল সামলাতে প্রশাসনের ব্যস্ততা
রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।আজ ৩১শে ডিসেম্বর বৎসরের শেষ দিন, মেতে উঠেছে কলকাতা শহর , দর্শনার্থীদের ভীরে, বিল সামলাতে প্রশাসনের ব্যস্ততা......।। আজ 2022 এর শেষ দিনটি,
এই দিনটিকে বিদায় জানাতেই, কলকাতা শহরে মেতে উঠেছে দর্শকদের ভিড়ে, সকাল থেকেই দূর দুরান্ত থেকে দর্শকেরা ভীড় জমিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং দর্শনীয় স্থানে, প্রশাসন হিমশিম খাচ্ছেন, দর্শকদের সামলাতে ও রাস্তা পারাপার করাতে, ২০২২ এ বিদায় আর কয়েক ঘন্টা বাকী, পুরানো কেই বিদায় জানিয়ে নতুনকে আহবান করবেন কলকাতা শহরের মানুষ, বেলা বাড়ছে , সন্ধ্যে নেমে আসছে, রাস্তায় ভিড় আরো বাড়তে থাকে, কিন্তু প্রশাসন সোজাগ, যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে, শেষ দিনটি সাধারণ মানুষের আনন্দে কাটাতে পারে,
তারা বিভিন্ন প্রশাসন সতর্কতার সহিত সহযোগিতা করার চেষ্টা করছেন, এবং দর্শকদের বোঝানোর চেষ্টা করছেন, নির্দিষ্ট স্থান দিয়ে তারা পারাপার করার চেষ্টা করছেন, চলছে চতুর্দিকে বিভিন্ন অনুষ্ঠান আর সেখানেই দর্শকদের ভিড় জমে উঠছে।, ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন চত্বর, মোহর কুঞ্জ, বিড়লা তারামন্ডল, নন্দন সমস্ত জায়গায় দূর থেকে আগত দর্শনার্থীরা কচিকাচাদের নিয়ে ভিড় জমিয়েছেন, কোথাও তারা লাইন দিয়ে টিকিট কাটার চেষ্টা করছেন, এবং বিক্রেতা বিভিন্ন পসরা নিয়ে রাস্তার ধারে বসে, আমাদের ক্যামেরায় বন্দি হল বেশ কিছু চিত্র, রাত ১১ঃ৫৯ মিনিটে নতুন বছরের শুভ সূচনা দিকে তাকিয়ে সারা কলকাতা বাসী....।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.