৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ঠিক সন্ধে আটটা,,, সকল অতিথিদের উপস্থিতিতে, বরানগর ,,,বনহুগলি যুবক সংঘ ক্লাবের ,,,শ্যামা পূজোর শুভ সূচনা হয়ে গেল প্রদীপ প্রজননের মাধ্যমে,,,পরিচালনায় ছিলেন শংকর রাউত মহাশয়,,
,সুন্দর একটি থিম ও ভাবনায় তুলে ধরেছেন এবং প্রতিমার সুন্দরময় হয়ে উঠুক এই থিমের মধ্যে দিয়ে। শুভ সূচনা উপস্থিত ছিলেন এলাকার সবার প্রিয় মানুষ এবং বিধায়ক শ্রী তাপস রায় মহাশয় নাইস চেয়ারম্যান দিলীপ নারায়ন বসু অঞ্জন পাল
রামকৃষ্ণ পাল সহ সকল কাউন্সিলর বিন্দো ও ছাড়াও ক্লাবের সকল সদস্য বিন্দু প্রদীপ প্রজনন, মাধ্যমে সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রতিমার শুভ সূচনা হয়। অগণিত দর্শক এবং এলাকার সকল মহিলা বৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে দিয়ে বলেন, মায়েরা আসেন বিভিন্ন রূপে ,এবং তারা সকলেই আনন্দ দেয় বিভিন্নভাবে,,,,
কিন্তু রয়ে যায় সকলের হৃদয়ের দুঃখ বেদনা, কারণ মাকে আটকানোর ক্ষমতা কারোরই নেই।সে মঙ্গল কামনার আবার সেখানেই ফিরে যায়,,,, এর সাথে সাথে ক্লাবের সদস্যরা বলেন শ্যামা পূজা মানেই আলোক রসনাই, বারুদের গন্ধ। কিন্তু আনন্দ হোক সুন্দরময়, যেন এক ফোঁটা আনন্দ কোনরকম দুর্ঘটনা না ঘটায় ,,,নিয়মবিধি মেনেআনন্দ করুণ।সবাই ভালো থাকুন এই কামনাই করি ,,,,