মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ও পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে , তিরিশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে আন্তর্জাতিক বই মেলার যে শুভ সূচনা হয়, আজ তার সমাপ্তী হয়ে গেল, আজকে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন,। বিধান নগর পৌরসভার পৌর মাতা কৃষ্ণা চক্রবর্তী, মাননীয়া মন্ত্রী দোলা সেন, উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনার গৌরভ বাবু , ডিসি ট্রাফিক ইন্দিরা মুখার্জি,
ডিসি ইন্সপেক্টর জসবীর সিং , ডেপুটি কমিশনার শ্রী মতী দেবসমীতা দাস হেডকোয়ার্টার , অ্যান্টি ক্রাইম শ্রী বিশ্বজিত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন এয়ারপোর্টের ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে কবি, সাহিত্যিক, এবং উপস্থিত ছিলেন গ্রিলের সুধাংশু শেখর দে ও ত্রিদিব মজুমদার সহ অন্যান্যরা, এবং স্পেনের সদস্যবৃন্দরা,, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে আজ বইপ্রেমীদের উদ্দেশ্যে বিভিন্ন কথা আলোচনা করলেন এবং বললেন যে এই কদিনের মেলায় কোনরকম দুর্ঘটনা ঘটেনি এটা সবচাইতে আমাদের কাছে বড় পাওনা, এবং আমাদেরকে যেভাবে প্রশাসন থেকে শুরু করে সিইএসসি ও ফায়ার সার্ভিস পরিবহন দপ্তর এর অফিসারেরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা চির কৃতজ্ঞ, আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, পুলিশ প্রশাসন, ফায়ার বিগ্রেড, ইলেকট্রিক সাপ্লাই, স্টেট ব্যাংক , কবি লেখক, প্রকাশনী, ইনস্টিটিউট,ও অন্যান প্রতিষ্ঠান প্রত্যেকের হাতে মোমেন্টো দিয়ে সম্মান জানান। আজ একদিকে রবিবার ছুটির দিন, অন্যদিকে আজ আন্তর্জাতিক বইমেলার শেষ দিন, শোভাবোতো বিকেল থেকেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।, এবং শেষ দিনে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন মঞ্চে উপস্থিত, আজ প্রতিটি স্তরে দেখা যায় বইপ্রেমীদেরও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো, যার যে বই প্রয়োজন তারা খুঁজে নিচ্ছেন সেই স্টল থেকে,। তার সাথে সাথে জমে উঠেছে খাবারের স্টল গুলিতেও, আজ শেষ দিনে বেশ কয়েকটি বইয়ের স্টলে দেখা গেল বিরাট লাইন,। বই প্রেমীরা লাইন দিয়ে তাদের প্রয়োজনীয় বই কেনার চেষ্টা করছেন, কারণ আবার একটি বছর অপেক্ষা করতে হবে ,এই মেলায় এসে বই কেনার জন্য, শুধু তাই নয় আজকের শেষ দিনে বেশ কয়েকটি স্টলে দেখা গেল কবি ও সাহিত্যিকদের আনাগোনা এমনকি বিধায়ক দেরও আনাগোনা, আমরা ঘুরতে ঘুরতে মেঘবেলা ব্রড ব্যান্ডে কাছে পৌঁছাতে দেখা গেল বরানগর এলাকার বিধায়ক তাপস রায় মহাশয় কে,। তিনিও বিভিন্ন স্টল পরিদর্শন করছেন,। এমনকি মাননীয় বিধায়ক মহাশয়কে সম্মানিত করতে চোখে পড়ল, সব রকম ভাবেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ এবং মেতে উঠেছে গান বাজনা হুল্লোড়ে...... তবে প্রকাশনীদের কাছ থেকে জানা গেল মোটামুটি বিক্রি ভালো হচ্ছে,। এমনকি বাংলাদেশের স্টলেও এইরকমই বার্তা পাওয়া গেল, ......।