৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “” কলকাতা বু্রো”
৯ই ফেব্রুয়ারী রবিবার, বিকেল তিনটায়, কলকাতা বইমেলার প্রাঙ্গনের এসবি আই অডিটোরিয়ামে, পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে, আজ ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হয়ে গেলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ মাননীয়া শ্রীমতি দোলা সেন, বিধান নগর পৌরসভার পৌরমাতা কৃষ্ণা চক্রবর্তী, পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদিব চ্যাটার্জী, জেনারেল সেক্রেটারী সুধাংশু শেখর দে, তাপস সাহা, মিলিন্দ দে, রনিত দাস গুপ্ত, এছাড়া উপস্থিত ছিলেন জার্মান কনসাল্টটেন্ট ও বিধান নগর পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্যান্যরা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হয়, সূচনা করেন ২৮শে জানুয়ারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বইমেলা আটাশে জানুয়ারী থেকে
৯ই ফেব্রুয়ারী পর্যন্ত অর্থাৎ আজ তার শেষ দিন, এই শেষ দিনে গিল্ডের পক্ষ থেকে সম্মানীয় অতিথি ও অন্যান্য সংস্থাকে সম্মানে ভূষিত করেন তাহাদের হাতে স্মারক তুলে দেন।
স্মারক তুলে দেন গিল্ডের পক্ষ থেকে প্রেসিডেন্ট ত্রিদিব চ্যাটার্জী ও সুধাংশু শেখর দে মহাশয়। যাহাদের হাতে সম্মান তুলে দেন ও যাহারা সম্মানিত হলেন, তাহাদের মধ্যে ছিলেন, সাংসদ দোলা সেন, পৌরমাতা কৃষ্ণা চক্রবর্তী বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, বিধান নগর সিটি পুলিশ, দমকল ও জরুরী পরিসেবা বিভাগ,
বন বিভাগ, পরিবহন বিভাগ, এইচ ডি এফসি ইন্সুরেন্স, সিস্টার নিবেদিতা ইনস্টিটিউট, মেঘবেলা ব্রডব্যান্ড, পিয়ারলেস হসপিটাল, এবং যাহারা বিভিন্ন বিষয়ের উপর প্রথম পুরস্কার পান তাহাদের মধ্যে মায়া আর্ট প্রেস, হ্যাচেট বুক পাবলিশিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আজকাল পাবলিশিং প্রাইভেট লিমিটেড, মাতৃশক্তি সহ অন্যান্যরা।
বাঙ্গালীদের বড় উৎসব যেমন দুর্গাপুজো তেমনি কলকাতা আন্তর্জাতিক বই মেলা দুর্গাপূজা থেকে কোন অংশেই কম নয়। সারা দেশ থেকে বইপ্রেমীরা এই বইমেলায় ভিড় জমান, এবং তাহাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করার চেষ্টা করেন, আর বইমেলা মানেই শুধু বই কেনা নয়, আড্ডা কবিতা গান এবং মুখরোচক খাবারে মুখের স্বাদ পাল্টানো,
প্রায় এক হাজারেরও বেশি বইয়ের স্টল থাকে, বিভিন্ন দেশের পাবলিশার্সরা এই বইমেলায় অংশগ্রহণ করেন, বড় থেকে ছোটদের বইয়ের সম্ভার ও নতুন নতুন বই এর সমাগম, এই কদিনের মেলায় উপস্থিত হন বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা, কবি সাহিত্যিক থেকে শুরু করে, পৌর প্রতিনিধি, সাংসদ ,মন্ত্রী সকলেই পরিদর্শনে আসেন, এমনকি অভিনেতা- অভিনেত্রী থেকে শুরু করে শিল্পীরা।
শুধু তাই নয় বহু নতুন শিল্পীর বই এই বই মেলাতে শুভ সূচনা হয়, সব মিলিয়ে জমে উঠে কলকাতার আন্তর্জাতিক বইমেলা, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে অতিথিরা এবং পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের তরফ থেকে জানান, আমরা কৃতজ্ঞ সকলের কাছে এবং বইপ্রেমীদের কাছে, কারণ সকলের সহযোগিতায় আমরা একটু একটু করে 48 তম বছরে পদার্পণ করলাম,
জাহাদের সহযোগিতা ছাড়া এত বড় বইমেলা করা সম্ভব নয়, কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যিনি বইমেলা করার জন্য এই স্থানটি আমাদেরকে করে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাবো পৌরমাতাকে, ফায়ার ব্রিগেড, প্রশাসনিক বিভাগ, পরিবহন বিভাগ,
মেট্রো পরিবহন, ইলেকট্রিক সাপ্লাই, জার্মান কনসালসেন্ট,পৌরসভার প্রতিনিধিদের এবং সকল পাবলিশার্সদের। সকলের সহযোগিতায় এই মেলা প্রাঙ্গণ সুন্দরময় হয়ে উঠে।
যোগ্যতা জানাবো সমস্ত মিডিয়া বন্ধুদের, যাহারা প্রথম থেকেই আমাদের পাশে থাকেন
এবং প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেন।কৃতজ্ঞতা জানাবো ডিজিটাল পার্টনারকে, এবং সবার শেষে কৃতজ্ঞতা জানাবো বইপ্রেমীদের যারা দূরদূরান্ত থেকে এসে এই মেলাতে ভরিয়ে তুলেছিলেন।
সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “” কলকাতা বু্রো”