
৫ম তম পেনকাক সিলাট মার্শাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ -২৫ এর শুভ সূচনা হলো ।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”
২২শে মার্চ শনিবার, দুপুর তিনটায়, বেঙ্গল পেনকাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর পরিচালনায় এবং প্রেসিডেন্ট তপন ঘোষ এর উদ্যোগে, শিয়ালদা পিএল অফিসার্স কলোনীর বি, সি রায় ইন্ডোর স্টেডিয়ামে , ৫ম তম ইন কাক সিলাট মার্শাল চ্যাম্পিয়নশিপ এর শুভ সূচনা হলো।
এই খেলা চলবে দুইদিনব্যাপী ২২ শে মার্চ ও ২৩শে মার্চ। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করেছেন। এই খেলায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুকুমার মুখার্জী, উপস্থিত ছিলেন দীপঙ্কর পাল, এছাড়াও উপস্থিত ছিলেন পেনকাক সিলাট ফেডারেশন এর প্রেসিডেন্ট তপন ঘোষ, সাধারণ সম্পাদক জহর দাস, চেয়ারম্যান সুরেশ শর্মা এবং খেলোয়াড় রাজা দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ,
অনুষ্ঠানের শুভ সূচনা হয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জলনের ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে, এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।

অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।
অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।

অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।
বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, বর্ধমান, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ 24 পরগনা, সহ অন্যান্য জেলা থেকে প্রায় কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
এই দুই দিনের প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী বিজয়ী হবেন, তাহাদের মধ্য থেকে প্রথম রানার আপ, দ্বিতীয় রানার আপ এবং উইনার কে পুরস্কৃত করবেন ও তাদের হাতে ট্রফি তুলে দেবেন অনুষ্ঠানের মধ্য দিয়ে
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাংবাদিকদের বলেন, এই মার্শাল আর্ট স্পোর্টস খেলা সম্বন্ধে অনেকের ধারণা ছিল না, এমনকি ছেলেমেয়েদের বাবা-মায়েরও, কিন্তু বিগত পাঁচ বছরে আমরা দেখছি, যদি ঠিকমতো ছেলেমেয়েদের ট্রেনিং দিয়ে তৈরি করা যায়,
এই খেলা সম্বন্ধে তাদের বোঝানো যায়, তাহলে অনেক প্রতিযোগী এগিয়ে চলার পথ দেখবে এবং বিভিন্ন জেলায় খেলার সুযোগ পাবে। আস্তে আস্তে ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করছেন এমনকি তার বাবা-মায়েরাও তাদের ছেলেমেয়েদের এই খেলায় উৎসাহ দিচ্ছেন।
আজ আমরা গর্বিত, পেনকাক সিলাট মার্শাল স্পোর্টস এর ছেলেমেয়েরা নিজেদের কে তৈরি করে বাইরে খেলতে গিয়ে জয়ী হয়ে ফিরছেন। শুধু তাই নয় আমরা চাই যে সকল ছেলে-মেয়ে এখনো এই খেলায় সুযোগ পাননি বা তার অভিভাবকরা সঠিক জায়গায় আসতে পারেননি, তাদের জন্য আমাদের তরফ থেকে ট্রেনিংয়ের দরজা খোলা রইলো,
আপনারা আপনাদের ছেলেমেয়েদের উৎসাহিত করুন এবং এই খেলায় ছেলেমেয়েদের ভর্তি করে পারদর্শী করে তুলুন, আমরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমরা চাই এই খেলাকে সারাদেশে পৌঁছে দিতে।
এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই খেলাকে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে। তাহারা জানান পেনকাক সিলাট স্পোর্টস এসোসিয়েশন বেঙ্গল, ইন্টারন্যাশনাল পেনকাক সিলাট ফেডারেশন সকলের জন্য,
এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, এছাড়াও এটি অলিম্পিক কাউন্সিল অফ ইন্ডিয়া, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া পুলিশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতি দ্বারা স্বীকৃত।তাহারা আরো বলেন, আমাদের খেলোয়াড়রা ৩৭তম খেলা ২০২৩ এ গোয়া থেকে একটি রৌপ্য পদক জিতেছিল এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে খেলাশ্রী পুরস্কার পেয়েছিল।

এবং বেস্ট হিসাবে দু লক্ষ টাকা ও একটি চাকরির প্রস্তাব পায়, এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পেনকাক সিলেট দল পুলিশ গেমে জয়ী হয়। যাহা ২৬ বছরেও পাননি। সম্পত্তি আমাদের রাজ্য পেন কাক সিলাট মহিলা দল,, ছত্রিশগড়ের বিলাসপুরে খেলো ইন্ডিয়া উইমেন পেনকাক সিলাট লিগ ইস্ট জোন 2025 এ দুটি স্বর্ণ, সাতটি রৌপ্য এবং শতেরটি ব্রোঞ্জ পদক জিতেছে।
তাই আমরা আশাবাদী এই পঞ্চমতম চ্যাম্পিয়নশিপে যে বার্তা সকলের কাছে পৌঁছাবে, আমরা আর ও ভালো কাজ করতে পারবো। এবং এই খেলাকে দেশের কোণে কোনে পৌঁছে দিতে।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”
এ বিভাগের আরও খবর...