শুক্রবার ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:০৯
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের সদস্যরা পরিধান করতে যাচ্ছেন নতুন রঙের নতুন পোশাক। গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন-আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা করে লম্পট এড.সাখাওয়াত হোসেন খানের মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই: পলাশ নারায়ণগঞ্জে ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত আহত ১ জন বি এন পি আহবায়ক সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন তারিখ ঘোষণা করবে ইসি-প্রেস সচিব শফিকুল আলম। সারাদেশে অভিযানে ১০৫৭ জন গ্রেফতার করে পুলিশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা করে লম্পট

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ
  • ৬ ০৯ বার দেখা হয়েছে

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা করে লম্পট

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

এই জঘন্য ঘটনার পরও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ছালিয়াকান্দি গ্রামের উত্তর পাড়ার রমিজ মিয়ার ছেলে বাবু একই গ্রামের কদম আলীর নাতনি ও মামুন মিয়ার ৫ বছরের শিশুকন্যাকে পাশবিকভাবে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গুরুতর অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু ঘটনার ৫ দিন পর, ২৮ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় মহিলা মেম্বার শামসুন্নাহার (বেবি মেম্বার) ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি গ্রামীণ সালিশ বসানো হয়। ধর্ষণের মতো জঘন্য ও অমানবিক অপরাধের পরও ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার বদলে কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে উদ্যত হন।

সেই সালিশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের সমাধান হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এই সালিশের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অসংখ্য নারী-পুরুষ ও তরুণ-তরুণী বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ জানায়।

এলাকাবাসী বলেন, যদি টাকায় ধর্ষণের বিচার মিটে যায় তাহলে আমাদের সমাজে আর কোনো মেয়েশিশু নিরাপদ থাকবে না। এরা শুধু অপরাধ ঢাকছে না, ধর্ষককে উৎসাহ দিচ্ছে।

এলাকাবাসী আরও বলেন, এটা বিচার নয় এটা অন্যায়ের রক্ষাকবচ। এই বিচারকারীদেরও জবাবদিহি করতে হবে। ধর্ষণের মতো অপরাধকে অর্থের বিনিময়ে মিটিয়ে দেওয়া শুধু মানবতার প্রতি অবমাননাই নয়, রাষ্ট্রের আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেই আইনের তোয়াক্কা না করে ধর্ষণকে লেনদেনের পণ্যে পরিণত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০২০ সালে এই শিশু ধর্ষণকারীর পিতা রমিজ মিয়াকে পরকীয়া জনিত কারণে হাতেনাতে ধরা হয়েছিল। তখন তাকে এলাকাবাসী মারধর করে চেয়ারম্যানের অফিসে হস্তান্তর করে। সেদিন ছিলো বুধবার, চেয়ারম্যান বলেছিলেন এই রমিজ মিয়ার বিচার করবেন শুক্রবার। তাকে সেই দুইদিনের জন্য তাঁর ভাই রমজান মিয়ার জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ধর্ষণকারী রমিজ তার পরদিনই এলাকা ছেড়ে তার পালিয়ে যায়। সেই ঘটনার এক থেকে দেড় বছর পর আবার সে এলাকায় ফিরে আসে। কিন্তু রমিজ মিয়া যখন এলাকায় প্রবেশ করে তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, তখন এই ব্যবস্থা গ্রহণ করলে আজকে তার ছেলে ৫ বছরের শিশুকে ধর্ষণ করার সাহস পেত কি?

নারী অধিকার কর্মীরা বলছেন, একটি শিশুর জীবনের ওপর এমন বর্বরতা মানবতার ওপর আঘাত। এখনই দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, সমাজে এমন অপরাধ আরও বাড়বে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) দৈনিক নগরসংবাদ জানান, ২৯ অক্টোবর বুধবার ভিক্টিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ধর্ষণের মতো অপরাধে কারও প্রভাব বা অবস্থান বিবেচনা করা হবে না। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এলাকাবাসী একবাক্যে দাবি তুলেছেন, এই ধর্ষণের বিচার আদালতে হোক, সালিশে নয়। শিশুটির জন্য আমরা ন্যায়বিচার চাই।

গ্রামের তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, যদি এ ধরনের জঘন্য অপরাধ টাকার বিনিময়ে মিটিয়ে ফেলা হয় তাহলে সমাজে অপরাধের সংস্কৃতি আরও গভীর হবে। এলাকাবাসীর দাবী ধর্ষণকারী বাবুকে এবং তাঁর বাবা রমিজকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ প্রশাসনকে সহযোগিতা করবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell