বাগবাজার গৌড়ীয় মাতা উদ্যানে,, ৯৬ তম বর্ষে , বাগবাজার পল্লী পুজো দুর্গোৎসব, এবার এই মেতে উঠেছে একদম অন্য ধরনের একটি থিমে,,,,, সাবধান মগজ ধোলাই,,,, যে থিম এর মধ্য দিয়ে আগেকার শৈশব এবং এখনকার শৈশব কে তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন বস্তুর মধ্য দিয়ে এবং কাজের মধ্য দিয়ে, বাদ রাখেনি কোন কিছুই,,,,,
, ল্যাপটপ ,ডেক্সটপ, ঘড়ি ,মশারি, বই ,ঘড়ি, কম্পিউটার, সার্কিট, কাগজ, এমনকি এখনকার দিনে মোবাইলে যে গুনি ব্যবহৃত হয় ইউটিউব ,ফেসবুক ,অ্যাপ্স সবকিছু দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ, এবং সারা প্যান্ডেল জুড়ে সুক্ষ সুক্ষ হাতের কাজ তার মধ্যে রোবটকে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় এই থিমের আদলে প্রতিমাও আনছেন বলে জানালেন, বাগবাজার পল্লী পূজা কমিটি পার্থ সেনের সাথে কথা বলতে গিয়ে জানালেন, বাগবাজার পল্লী পুজো, বেশি বাজেটের পূজো না হলেও ,আমরা কম বাজেটের মধ্যে মানুষের কাছে কিছু বার্তা তুলে দেওয়ার চেষ্টা করি থিমের মধ্য দিয়ে, ,,আমাদের এবারের পুজোর বাজেট সাড়ে আট লক্ষ টাকা,, আর থিমের নাম দিয়েছি,,, সাবধান মগজ ধোলাই,,, এর মধ্য দিয়ে আমরা বুঝাতে চেয়েছি,,
আগেকার দিনে আমাদের শৈশব জীবন এবং এখনকার দিনের ছেলে মেয়েদের শৈশব জীবন কিভাবে তৈরি হচ্ছে, মানুষের সামনে তুলে ধরা, তাই আমরা এই থিমের মধ্যে কোন কিছুই বাদ রাখিনি,, ইলেকট্রনিক্স দ্রব্য থেকে শুরু করে হাতের কাজ পটচিত্র, কাগজের কাজ এবং কম্পিউটার, ল্যাপটপে ব্যবহার করা জিনিস, এমনকি মোবাইলে যে ইউটিউব ফেসবুক অ্যাপস ব্যবহার করা হয় , সেই সকলকে তুলেই আমাদের কাজ, আমরা মনে করছি আগেকার শৈশব জীবন থেকে এখনকার শৈশব জীবন একেবারে অন্যরকম কারণ আগেকার যুগে ছেলেমেয়েরা ঘুড়ি, লাটৈ বইয়ের মধ্যে মানুষ আর এখনকার দিনের ছেলেরা শৈশব থেকেই মোবাইল ল্যাপটপ কম্পিউটার,
যেখানে ছেলেমেয়েরা উন্নত হলেও তার বিপরীত ক্ষতি ও সম্ভাবনা রয়ে যায়।, কারণ বিজ্ঞান যুগে লাভ যেমন তেমনি ক্ষতির আশঙ্কাও রয়েছে, এখনকার দিনের ছেলেমেয়েরা যত ইলেকট্রনিক জিনিসের উপর মনোযোগ দিচ্ছে, তাহার লাভ ও ক্ষতি উভয়ই ঘটতে পারে,, তাই আমরা বুঝাতে চেষ্টা করেছি, মানুষ আর যন্ত্র কি এক,,, এমনকি প্রতিমার মধ্য দিয়েও,। আমরা তুলে ধরার চেষ্টা করেছি, মানবিক মানুষ ,মাটির সঙ্গে সম্পর্ক কতটা। আমরা তিন মেকার অঙ্কুশ অঙ্কুশের কাছে এইতিম সম্বন্ধে জানতে গিয়ে জানলাম, কুমারটুলি শিল্পী, তিনি কেন এই ধরনের ভাবনা আনলেন মাত্র চার মাস আগে এই ভাবনা তিনি পরিস্ফুটও করেছেন, ক্লাব উদ্যোক্তাদের কাছে, ক্লাবের উদ্যোক্তারা এই ভাবনাকে সবার কাছে পৌঁছানোর জন্য শিল্পীর সাথে একমত হয়েছেন।, শিল্পী বলেন, আগেকার যুগের সাথে এখনকার যুগের যে তফাৎ এবং তখনকার জিনিসপত্র, আর এখন ইলেকট্রনিক্স দব্যের যেভাবে ব্যবহার হচ্ছে এবং ছেলে মেয়েরা সমস্ত কিছু যেভাবে ব্যবহার করছে, তার ভালো এবং মন্দটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই থিমের মধ্য দিয়ে।, তাই দর্শক বন্ধুদেরও বলব, আপনারা আসুন পুজো প্যান্ডেল পরিদর্শন করুন, আর আপনাদের মতামতি হবে আমাদের এগিয়ে যাওয়ার পথ।, এবং নতুন কিছু করার সংকল্প