
৭তম বর্ষে পদার্পণ করল- বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের সরস্বতী পুজো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
৭তম বর্ষে পদার্পণ করল- বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের সরস্বতী পুজো।

আজ ২৪ শে জানুয়ারি শনিবার, বারুইপাড়া লেনের সংযোগস্থলে, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে

বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের ৭তম বর্ষের সরস্বতী পূজোর শুভ সূচনা হলো, ২২ শে জানুয়ারি ঠিক সন্ধে সাড়ে ছটায় সকলের উপস্থিতিতে।

এই প্রতিমার শুভ সূচনা করলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি , একটি সুন্দর নৃত্যানুষ্ঠান – প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে।

এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক, ও উপ প্রধান দিলীপ নারায়ণ বসু,

পৌর পারিষদ সদস্য শ্রী অমর পাল , শ্রী জয়ন্ত রায় , শ্রী অঞ্জন পাল , শ্রীরামকৃষ্ণ পাল ,সুদীপ রাহা, দেবপ্রিয় পাল, যুগ্ম সম্পাদক সৈকত রায় ও সৌরভ ঘোষ, মুখ্য সংগঠক

গৌরব সাহা এবং সঞ্চালনায় ছিলেন গৌরী বিশ্বাস সহ এলাকার অন্যান্য সদস্যরা।

মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদের উত্তরীয় ব্যাচ পরিয়ে, হাতি পুষ্পস্তবক ও সরস্বতী ফটোফ্রেম ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান।

সরস্বতী পূজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে, চলবে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সংগীত শিল্পীদের উপস্থিতিতে, এবং এই অনুষ্ঠান প্রতিদিন চলবে সন্ধ্যে সাড়ে ছটা থেকে। থাকছে ভোগ বিতরণ ।

মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা জানালেন, বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সারা দেশ জুড়ে স্কুল, কলেজ এবং অন্যান্য একাডেমিক কেন্দ্রগুলির ছাত্রছাত্রীরা,

নতুন জামা প্যান্ট পড়ে বেরিয়ে পড়বে স্কুলে স্কুলে পুষ্পাঞ্জলী দেওয়ার জন্য। সেজে উঠবে প্রতিটি বাড়িতে সরস্বতী পুজো আরাধনায়, এই সরস্বতী পুজো বাঙ্গালীদের একটা আলাদা মাত্রা এনে দেয় ।

বরানগর নয় নম্বর ওয়ার্ডে, সারা বছর রামকৃষ্ণ পালের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান এবং সামাজিক কাজকর্ম চলতে থাকে।তার সাথে সাথে এই সরস্বতী পুজো এলাকার মানুষকে একটা আলাদা আনন্দ দিয়ে থাকে। পুজোকে কেন্দ্র করে যেমন থাকে বস্ত্র দান, ভোগ বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান, সরস্বতী পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে মেতে উঠবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাড়ির অভিভাবকেরা।সকল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও মায়ের কাছে প্রার্থনা জানাবেন, দিকে ছাত্রছাত্রীরা জানাবে তাদের ভালোভাবে পড়াশোনার জন্য অন্যদিকে অভিভাবকরাজানাবে তাদের ছেলেমেয়েদের শান্তি কামনার জন্য । যাহাতে ছেলে মেয়েরা ভালো ফল করতে পারে। আর এই সরস্বতী পুজো কয়দিন সকল ছাত্র-ছাত্রীরা একে অপরের সাথে মিলিত হবে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
এ বিভাগের আরও খবর...