সত্তুর বছরের দখলকৃত খেলার মাঠকে কেন্দ্র করে দাবিকৃত মালিক এলাকাবাসীর ক্লাব পক্ষ চলছে মামলা বিতর্ক
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৭ই আগস্ট, রবিবার সত্তুর বছরের দখলকৃত খেলার মাঠকে কেন্দ্র করে দাবিকৃত মালিক এলাকাবাসীর ক্লাব পক্ষ চলছে মামলা বিতর্ক। জমিতে এলাকাবাসীর পক্ষে ঝুলছে ব্যানার,ব্যানারে লেখা অভিযোগ করা আছে , অবৈধভাবে জমি অধিগ্রহণ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও প্রতিবাদের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””কলকাতায় অভিযোগকৃত জমির বিষয় তথ্য পেয়ে মালিকের সাথে দেখা করলে তিনি আসল মালিক দাবী করেন, জমির কাগজপত্র দেখিয়ে বলেন এই জমির প্রকৃত মালিক তিনি-ই।
তবে, মাঠের উল্টো দিকে সামাজিক ক্লাবের উপস্থিত ক্লাবের এক সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, উক্ত“”ক্লাবের কোন সদস্য মিডিয়ার সামনে কথা বলবে না, যা সাক্ষ্য প্রমানে কোর্টেই বলবে।”” ক্লাবের সদস্য আরও দাবি করেন, এই জমির কোনও ব্যক্তিগত মালিকানা নেই। প্রায় ৭০ বছর ধরে জমিটি খেলার মাঠ হিসেবেই খেলাধুলায় ব্যবহার হচ্ছে। তাই খেলার মাঠ বাঁচাতে ক্লাব(এলাকাবাসী) কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত একতাবদ্ধ। এ কারনে, একদিকে জমির আসল মালিক কাগজপত্র দেখিয়ে অভিযুক্ত জমি তাঁর বলে দাবি করেন, অন্যদিকে ক্লাবের দাবি— এটি দীর্ঘদিনের খেলার মাঠ। তাই এই জমি নিয়ে আইনি লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। মাননীয় আদালত সাক্ষ্য প্রমানের বিত্তিতে রায় প্রদান করবেন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””