মঙ্গলবার ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ
সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-নগর সংবাদ পরিবারের তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি আজ সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ ৭২ তম বর্ষে কালী প্রতিমার আবরণ উন্মোচন করলেন- অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বরিশালে ২০০ বছর ধরে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষকদের সম্মানী, ভাতা না হলেও এই পেশায় যে শ্রদ্ধা ভক্তি মেলে অন্য কোনো পেশায় বিরল-আসলাম চৌধুরী। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি-বিজিএমইএ’র নেতারা ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে  শাহজাহান খান বলেন, জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি

৭২ তম বর্ষে কালী প্রতিমার আবরণ উন্মোচন করলেন- অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২১, ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ণ
  • ৭ ০৯ বার দেখা হয়েছে

 

৭২ তম বর্ষে কালী প্রতিমার আবরণ উন্মোচন করলেন- অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

১৯শে অক্টোবর রবিবার, ঠিক সন্ধে আটটায়, পরুই দাসপাড়া রোড, তিনমাথা মোড়ের সংযোগস্থলে এবং পরুই অগ্রদূত সংঘের প্রতিমার আবরণ উন্মোচন করলেন– বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে প্রতিমার আবরণ উন্মোচন করেন।

এরপর সকল অতিথিদের মঞ্চে ডেকে, একে একে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে, হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান।

উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার , যাহার প্রচুর সিনেমা মানুষের মনে দাগ কেটেছে, চিরদিনই তুমি যে আমার, ইউ লা লা, প্রিয়া রে , বর বউ খেলা , ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে সহ একাধিক ছবি।
এছাড়া উপস্থিত ছিলেন ১২৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং ক্লাবের সভাপতি শ্রী পার্থ সরকার (ভজা দা), উপস্থিত ছিলেন আইনজীবী শীর্ষেন্দু চ্যাটার্জী, ১২৮ নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী অস্মিতা বোস, উপস্থিত ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ক্লাবের সকল সদস্যগণ।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, অভিনেত্রী সহ সভাপতি ও ক্লাবের উদ্যোক্তা কয়েকটি কথা উল্লেখ করেন।, তাহার সাথে সাথে সকল দর্শক ও এলাকার অধিবাসীবৃন্দদের দীপাবলীর শুভেচ্ছা জানান, আর একটি বার্তায় দিলেন, আনন্দ করুন দীপাবলি উৎসবে মেতে উঠুন, কিন্তু ছোট ছোট পরিবারের বাচ্চাদের সামলে রাখুন।

বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী, প্রিয়াঙ্কা সরকার বলেন, আমি সত্যিই অভিভূত, এরকম একটি পুজোতে এসে, যেভাবে এখানকার মহিলারা আনন্দ উৎসবের মুখর হয়ে উঠেছে, ক্লাব প্রাঙ্গণকে আলোকিত করে তুলেছে না আসলে এটা কখনোই বুঝতে পারতাম না, শুধু একটা কথাই বলবো দীপাবলীর আনন্দে মেতে উঠুন কিন্তু আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে।

ক্লাবের উদ্যোক্তা বলেন, দেখতে দেখতে ৭২ তম বর্ষে পদার্পণ করলাম, আমাদের পুজোয় শুধু পুরুষ রাই সহযোগিতা করেন তা নয়, আমাদের পুজোকে মাতিয়ে রাখেন এবং সহযোগিতায় সব সময় হাত বাড়িয়ে দেন আমাদের এখানকার মহিলারা, যাহারা এই কদিন আমাদের পুজোর সমস্ত দায়-দায়িত্ব নিয়ে কাজ করেন, ‌ আমাদের পুজ উপলক্ষে চলবে কয়েকদিন অনুষ্ঠান, ভোগ বিতরণ থেকে শুরু করে ম্যাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মকাণ্ড।আর মহিলারা না থাকলে কখন এতো কিছু সম্ভব নয়, মহিলারা হচ্ছে দশোভূজা, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা বেশি করে ভাবেন, তাহার ভাবনার মধ্য দিয়ে ও কাজ কর্মের মধ্য দিয়ে মহিলারা এগিয়ে চলেছেন। আজ দশ রূপে রুপিনী।উদ্যোক্তার কাছে জানা গেলো, তাহারা শুধু বছরে কালীপুজো করে চুপ থাকেন না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন সেখানেও মহিলারা সহযোগিতা করেন, রক্তদান থেকে শুরু করে, ফ্রি হেল্থ চেকআপ ক্যাম্প, এ্যম্বুলেন্স পরিষেবা, দুস্থদের পাশে দাঁড়ানো, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো একাধিক কর্মকাণ্ডে, এছাড়াও তিনি বলেন আমাদের পুজো সাবেকি আনায়, প্রতিমা আমাদের একই রূপে আসে, শুধু প্যান্ডেলে থিমটা একটু রদবদল করি, আমাদের কালীমা প্রতিবছর স্থায়ী বেদীর উপরেই বসেন। আর একটা কথা বারবার বলবো, যদি এলাকাবাসী ও ক্লাবের সদস্য এবং এলাকার সকল মহিলারা যদি না সহযোগিতার হাত বাড়াতো, আমরা একটু একটু করে ৭২ তম বর্ষে পৌঁছাতে পারতাম না, আমাদের এলাকার সকল অধিবাসীবৃন্দ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করেন। তাই সকল অধিবাসীবৃন্দের কাছে কৃতজ্ঞ।

আর যাহারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাহাদের কাছেও আমরা চির কৃতজ্ঞ।, বিজ্ঞাপন দাতাদের সহযোগিতায় আমাদের পুজো একটু একটু করে বড় হয়ে উঠেছে ,এবং প্রতিবছর এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি, প্রতি বছর সিনেমা ও সিরিয়াল জগতের অভিনেতা ও অভিনেত্রীদের আনতে।‌ এলাকার সকল সদস্যকে আনন্দ দিতে। উৎসাহ দিতে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell