আজ ২৬শে জানুয়ারী শুক্রবার, প্রজাতন্ত্র দিবস , রেড রোডের সংযোগস্থলে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা এলাকা আটোসাটো প্রসাশনের তরফ থেকে, বিভিন্ন অফিসার থেকে শুরু করে প্রশাসনের লোকজন সারা রেড রোগ থেকে শুরু করে আশ পাশের এলাকা পর্যন্ত মুরে ফেলেন আশপাশ,
কারণ ঠিক সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দেশ বাসীর উদ্যেশ্যে, শান্তির বাণী ছড়িয়ে দেবেন, গান্ধীর পথ অনুসরণ করার বার্তা। একই ভাবে সারা দেশে পালিত হচ্ছে এই প্রজাতন্ত্র দিবস, ঠিক সকাল নয়টা বাজতে না বাজতেই একে একে যেমন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা উপস্থিত হচ্ছেন, তেমনি অন্য দিকে চলছে
, কুচকাওয়াজ জন্য এবং বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানের জন্য ও পারফর্মেন্স দেখানোর সাজগোজ, ও সাজানোর কাজ এলাকা জুড়ে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক দশটা বাজার আগেই উপস্থিত হয়ে গেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
তিনি গাড়ী থেকে নেমেই সবার সাথে কয়েক মূহুর্ত দেখা করে নেন, এর পর সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন, এবং কুচকাওয়াজ থেকে শুরু করে বিভিন্ন rally , dance , ও অন্যান রোড শো শুরু হয় একের পর এক,
বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে, অন্যান্য সংস্থাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এর পর শুরু হয়, জাতীর উদ্দেশ্যে ভাসন, এবং গান্ধীর কাজকর্মের ধারাকে ও দেশ স্বাধীনের কথা , দেশের শান্তির কথা তুলে ধরেন ভাষনের মধ্য দিয়ে।