৭৬ তম বর্ষের মল্লিক কলোনির সার্বজনীন দূর্গা পূজোর শুভ সূচনা হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার, ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক সন্ধ্যে সাতটায়, বরানগর ১৩ নম্বর ওয়ার্ডের গোপাল লাল ঠাকুর রোডের সংযোগস্থলে, ৭৬ তম বর্ষের মল্লিক কলোনির সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হলো।

২০২৫ এর ভাবনা "বৃক্ষ রূপেন সংস্কৃত" একটি সুন্দর নৃত্যের মধ্য দিয়ে এবং সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে, ফিতে কেটে ,প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।

শুভ উদ্বোধনী উপস্থিত ছিলেন অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, চলচ্চিত্র অভিনেতা ভাস্কর চক্রবর্তী ,

সাংসদ দোলা সেন, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক, পৌর পিতা দিলীপনারায়ণ বসু এছারা উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের সদস্যগণ এবং এলাকাবাসী।

শুভ সূচনার পর, একে একে সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে বরণ করে নেন এবং একটি করে গাছ ও স্মারক হাতে তুলে দেন । সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রত্যেক অতিথিরা বলেন,

একদিকে যেমন মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি নতুন একটি ভাবনা এনেছেন, এবং যে ভাবনার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটি এলাকায়

এলাকায় বেশি করে গাছ লাগাতে হবে, কারণ একটি গাছ হচ্ছে একটি প্রাণ, যেখান থেকে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়,

আর গাছ কাটার ফলে অক্সিজেন কমে যাচ্ছে, তাই সকলকে সচেতন করতে আমাদের এই ভাবনা, এর সাথে সাথে পুজোর উদ্যোক্তা রামকৃষ্ণ পাল মহাশয় কে অশেষ ধন্যবাদ জানাই

এরকম একটি ভাবনা ভাবার জন্য, যিনি শুধু পূজোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন,

এছাড়া পঞ্চমীর দিনে বস্ত্রদান , শীতকালে কম্বল দানের মধ্য দিয়ে সকলের পাশে থাকার চেষ্টা করেন, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন।  তবে উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বলেন,

শুধু ভাবনা ভাবলেই হবে না, সেই ভাবনাকে তুলে ধরার জন্য , যারা আমার পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

যারা রোদ জলবৃষ্টিতে আমার পাশে সব সময় রয়েছে, কৃতজ্ঞতা জানাবো এলাকাবাসীকে, এর সাথে সাথে সকল এলাকাবাসী ও দর্শন নাতিদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই , সবার পূজো আনন্দে কাটুক,

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””