সারা দেশে যখন ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, ঠিক একই সময়ে বরানগর পৌরসভায়, বরানগর ১৩ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন শুরু হয়।, বরানগর পৌরসভার পৌর মাতা অপর নাম মৌলিকের উপস্থিতিতে এবং ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোক্তা শ্রীরামকৃষ্ণ পাল মহাশয়ের উপস্থিতিতে।
, সুন্দর একটি র্যালির মাধ্যমে এই স্বাধীনতা দিবস উদযাপিত হয় এবং একে একে পৌরসভার পৌরপ্রধান এবং পৌরসভার সদস্যরা, গান্ধী মূর্তিতে মাল্যদান করেন এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, কলকাতা রেড রোডও চলে স্বাধীনতা দিবসের কর্মযজ্ঞ। এবং সারা ভারতবর্ষ জুড়ে ক্লাবে ক্লাবে চলে এই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ও নানা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, কোথাও আবার রক্তদান শিবির, এই দিনটা সবার কাছে একটা স্মরণীয় হয়ে থাকার দিন। উপস্থিত ছিলেন,,, বিধায়ক তাপস রায় সাংসদ সৌগত রায় বরানগর পৌরসভার পৌরমাতা অপর্ণা মৌল্লিক,
পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল, জয়ন্ত রায়, ডালিয়া মুখার্জী, সুনাথ বিশ্বাস, কমল আওন, অনিন্দ্য চৌধুরী নিবেদিতা বসাক, সাগরিকা ব্যানার্জী, সুস্মিতা চ্যাটার্জী, সুবিমল ঘোষ ,ঊষা বেরা, সোমা সহ অন্যান্যরা এবং এলাকার সকল বাসিন্দারা ও ছোট ছোট শিশুরা, ১৪ ই আগস্ট ও ১৫ই আগস্ট বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন হলেও,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন আমরা এখনো পরাধীন আছি। তাই সবাই সঙঘবদ্ধ হয়ে এই পরাধীনতা কে মুক্ত করতে হবে। আর এটাই চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার নির্দেশ মেনেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকি
এবং এর কাছে বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করি, তাই নয় কিছু অরাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটিয়ে চলেছে এবং হিংসা ঘটিয়ে চলেছে আমরা তার প্রতিবাদ প্রতিবাদ জানাই তাই আজই স্বাধীনতা দিবসে সবাইকে শপথ নেওয়ার জন্য সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি, আর যারা আমাদের দেশ রক্ষার জন্য প্রাণ হারিয়েছেন ,তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।