৭৯ তম স্বাধীনতা দিবস, উদযাপন করলেন বি. সি .ডি. এ বরানগর জোন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৫ ই আগস্ট শুক্রবার ১০১ বি।টি. রোড কলকাতা – ৭০০০৯০। ছাড়া দেশ জুড়ে পালিত হচ্ছে সকাল ১০ টা থেকে ৭৯ তম স্বাধীনতা দিবস। মহাত্মা গান্ধীর গলায় মাল্যদান করলেন,
এবং জাতীয় পতাকা উত্তোলন করলেন ,এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকের দিনটি পালন করা হয়।
এই স্বাধীনতা দিবস বি.সি.ডি.এ বরানগর জোন প্রথম বর্ষে পদার্পণ করলে ।
উপস্থিত ছিলেন অজিৎ মজুমদার প্রেসিডেন্ট ,বিজয় সরকার ভাইস প্রেসিডেন্ট, হরিপদ দাস ভাইস প্রেসিডেন্ট, অরবিন্দ দে ক্যাশিয়ার,অজিত দে সেক্রেটারি, চিরনজিৎ সুর ইসি মেম্বার, জয়ন্তী মিত্র, সুবীর কুন্ডু সঞ্জয় পাল ,সৌভিক ঘোষ ,পলাশ মিত্র, নির্মলেন্দু সেন, বিপ্লব পাইন।
এছাড়াও স্কুলের বাচ্চারা ,এবং দিদিমণিরা , শিশুদের অভিভাবকরা, এছাড়াও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাদের বক্তৃতার মধ্যে দিয়ে দর্শকের জন্য একটাই বার্তা দিতে চান
যে জাল ওষুধ থেকে সাবধান থাকবেন সবাই দেশে বিভিন্ন ধরনের জাল ওষুধ বেরিয়েছে তাই স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে তারা এক হয়ে প্রতিশ্রুতি দেন জাল মেডিসিন যাতে বিক্রি করতে না পারেন আগামী এই সতর্কতা বার্তাই দেন। জাল মেডিসিনে বিভিন্ন মানুষের জীবন যেতে পারে।
নানা রকম দুর্ঘটনা হতে পারে। তাই ওষুধ কেনার আগে একবার অন্তত চেক করে নেবেন ওষুধটা সঠিক কিনা। আগামী প্রজন্ম কে এই বার্তা দেন তারা যেন পাশে এসে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই ভাবেই একে অপরকে বেঁধে রাখবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আগামী বছর তারা আরো সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করবেন, তাছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান করে থাকে অসহায় মানুষদের জন্য।
তারা বক্তব্যে বললেন সামনেই গণেশ পূজো আনন্দ করুন কিন্তু সাবধানতা বজায় রাখুন ভালো এবং সুস্থ থাকুন। মিডিয়া বন্ধুদের পক্ষ থেকে বি. সি. ডি. এ বরানগর জোন এইভাবে আরো এগিয়ে যাক আরো সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসুন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””