

এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা সরমা পাল। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুধাংশু আওন, ৩০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জয়ন্ত রায়, সাত নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিলু গুপ্তা,
এবং মহিলা ও এলাকার শিশুরা। এই শোভাযাত্রা শুরু হয় সুন্দর নৃত্য ও বক্তৃতার মধ্য দিয়ে, অংশগ্রহণ করেন ছোট বড় নৃত্যশিল্পীরা, এবং বসন্তের আহবানে সারা শোভাযাত্রা জুড়ে রঙিন আবীরে মাতোয়ার সকলে,
একে অপরকে আবির মাখিয়ে বসন্তকে মনে করিয়ে দেয়, সাথে বেজে উঠে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান। তারপরেই পুনরায় রং মেখে দোলে মাতোয়ারা হবে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায়, চেষ্টা করেছেন
শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করার মাইকের সুর কমিয়ে গানের তালে তালে পদ পরিক্রমা করেছেন,
বসন্ত উৎসব মানেই রঙিন আবীরে ভেসে যাওয়া, তার সাথে সাথে একে অপরকে নৃত্যের সাথে সাথে মাতিয়ে তুলল। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে, উদ্যোক্তা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে,
তাই এবারে আমরা ছোট্ট করে এই শোভাযাত্রা করেছি, যাতে পরীক্ষার্থীর কোনরকম অসুবিধা না হয়, আর তার সাথে সাথে সকল উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাই পরীক্ষা ভালো হোক,
এই বছর অনেকেই হয়তো রঙে রঙিন হয়ে উঠতে পারবেনা পরীক্ষা থাকায়। কিছুটা তাদের মধ্যেও হয়তো দুঃখ রয়ে যাবে।
