প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৫, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ণ
হরিনাকুন্ডুতে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা হরিণাকুণ্ডু
হরিনাকুন্ডুতে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা হরিণাকুণ্ডু
(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে আলমগীর জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যামান আদালতের বিচারক। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আলমগীর জোয়ার্দ্দার চাঁদপুর গ্রামের আসাদুর জোয়ার্দ্দারের ছেলে। হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুস্মিতা সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে অভিযান চালানো হয়। পরে ভ্রম্যামান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পনেরোর এক ধারায় আলমগীর জোয়ার্দ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে পুকুর খনন বন্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয়রা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.