প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ১:১২ পূর্বাহ্ণ
নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ই নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে স্বাগত জানিয়ে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে যেসব বীর সেনানী বেঁচে আছেন তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে গত বছরের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কার্যবিবরণী পেশ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ডিমলা থানার (ওসি-তদন্ত) আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক প্রমুখ, উল্লেখ্যঃ আগামী ১৪ ডিসেম্বর উপজেলার সকল শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সূর্যদয়ের সাথে সাথে বিধি অনুসারে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর পরেই উপজেলা বিজয় চত্তরে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুষ্পস্তবক অর্পণ, সকাল সারে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজ, স্কাউট, গার্লস গাইড ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শিশু কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুর ১ টায় হাসপাতাল এতিমখানা ও শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা অন্যান্য উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন বনাম ইউনিয়ন পরিষদ প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সারে ৫ টায় জাতির পিতার 'স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা-ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম করার বিষয় গৃহীত হয়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.