প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৪, ৩:৪১ পূর্বাহ্ণ
কলকাতা বরানগর রবীন্দ্রভবনে নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে সংবর্ধনা ও একটি অ্যাপস এর শুভ সূচনা হলো।
বরানগর রবীন্দ্রভবনে নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে সংবর্ধনা ও একটি অ্যাপস এর শুভ সূচনা হলো।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ ১৮ই জুন মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায়, বরানগর রবীন্দ্রভবনে , বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে, ২০২৪ এ লোকসভার সাংসদ সৌগত রায় এর উপস্থিতিতে, বিধানসভা উপনির্বাচনের জয়ী প্রার্থী বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে সম্বর্ধনা জানালেন ও তার সাথে সাথে একটি বিধায়িকার আ্যপস এর শুভ সূচনা করলেন।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত লোকসভার সাংসদ সৌগত রায়, বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর বরানগর পৌরসভার সিআইসির সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীবৃন্দরা ও অন্যান্য সদস্যরা। প্রথমে বিদায় কার অ্যাপস শুভ সূচনার পর নবনির্বাচিত বিধায়কা সায়ন্তিকা ব্যানার্জিকে একটি পুষ্পস্তবক স্মারক ও অন্যান্য সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান ,
তার সাথে সাথে সম্বর্ধনা জানান মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয় কে। উত্তরীয় ও পুষ্পস্তবক ও একটি স্মারক দিয়ে। সারা রবীন্দ্র ভবন পরিপূর্ণ হয় তৃণমূল কংগ্রেসের সকল সদস্যবৃন্দদের উপস্থিতিতে এবং এলাকার মা মাটি মানুষের কর্মীবৃন্দদের উপস্থিতিতে, সাংসদ সৌগত রায় সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন,
এবারে বরানগর এলাকার মানুষের কাছে আমি প্রথমে কৃতজ্ঞ, যেভাবে প্রথম থেকে আমাকে সহযোগিতা করেছেন , তার সাথে সাথে সায়ন্তিকা কে, আমাদের ভরসা ছিল, এলাকাবাসীর উপর তাই আজ এই হল পরিপূর্ণ, দেখে আবারও আগের কথা গুলি মনে পড়ে যায়, এলাকার মানুষ উন্নয়নের মানুষকে চায়, এলাকার মানুষ মা মাটির মানুষকে চায়, তার সাথে তিনি বললেন যারা আমার পাশে থেকে আমাদেরকে জয়ী করেছে,
আমাদের কাজ হবে সেই এলাকার উন্নয়ন, এবং সকলের পাশে থাকা আপদে-বিপদে। আমাকে চতুর্থবার সাংসদ হিসেবে ফিরিয়ে এনেছেন এলাকাবাসী। একইভাবে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বলেন, সবার আগে আমি কৃতজ্ঞ সাংসদ সৌগত রায় এর কাছে। যেভাবে আমাকে গাইড করেছিলেন, আমাকে এই জায়গায় পৌঁছেছেন তাহার জন্য, কৃতজ্ঞ বরানগর এলাকার মানুষের কাছে এবং বরানগর পৌরসভার সকল অভিভাবকদের কাছে,
অভিভাবক হিসাবে এমন একটা মানুষকে আমি কাছে পেয়েছি। যার হাত ধরে আমি কিছুটা শিখতে পেরেছি ,আরও শিখতে পারব আশা রাখছি। আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যারা আমাকে মনোনীত করেছিলেন। আই সবার সহযোগিতায় আমার এই সম্মান পাওয়া, শুধু বরানগরবাসীর কাছে একটা কথাই বলবো, ভুল ত্রুটি হতেই পারে, এইগুলন কি অন্যভাবে না নিয়ে যেন আমার সাথে সহযোগিতার হাত বাড়ান এই কামনা করি।
আর সহযোগিতা পেলে আমি আরো অনেক কিছু শিখতে পারবো। কথা দিচ্ছি বরানগরকে মডেল বিধানসভা হিসাবে তৈরি করব, এবং এলাকার মানুষের যে সকল অভিযোগ থাকবে আমি পূরণ করার চেষ্টা করব। তিনি আরো বলেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক বাধা বিঘ্ন ঘটতে পারে, সেগুলোকে মনোমালিন্য না করে একসাথে হাতে হাত রেখে এগিয়ে চললে আমরা বহু দূরে হতে পারব। যদি আমার উপর আস্থা ভালবাসা ও বিশ্বাস থাকে।
আজ সংবর্ধনা মঞ্চে যে আ্যপস শুভ সূচনা করলেন, সেটি বরানগর বসবাসকারী মানুষের কথা মাথায় রেখে, যাহার মধ্য দিয়ে বিভিন্ন অভিযোগ সমস্যা তুলে ধরতে পারে এবং তার সমাধান খুঁজে পায় এমনকি বিধায়িকার কাছে ও তুলে ধরতে পারবেন, আজ মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয় বাংলা এগিয়ে যাওয়ার সূচনা আরও তিব্রতর হল।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.