রোববার (২৯ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কিছু শর্ত দিয়ে মসজিদটি খুলে দেয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মসজিদ আল্লাহর ঘর। এখানে সবাই ইবাদতের জন্য আসেন। আর যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফারণ ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জনই মারা যান। এ ঘটনার পর থেকেই মসজিদটি বন্ধ ছিল।