বৃহস্পতিবার ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৭
শিরোনামঃ
Logo নারায়নগন্জ বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-২ জন গ্রেফতার Logo স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি ইন্ডিয়া আয়োজিত, দুইদিন ব্যাপী জাতীয় সেমিনার। Logo শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরেও-একদফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। Logo রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়; এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে,টেকসই প্রত্যাবাসন সমাধান-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Logo ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা জুলফিকার র‍্যাবের হাতে আটক। গ্রেপ্তার নিয়ে পুলিশের নাটক! Logo ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন Logo বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন Logo নিউ দীঘা , হোটেল আলিশান সেরা সমাজকর্মী অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত-সিজন – ২। Logo মহা মিছিলের মধ্য দিয়ে, কৃষক শ্রমিক ও বস্তি উন্নয়ন সমিতির ডাকে বিগ্রেড সমাবেশ। Logo সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে মানববন্ধন অনুষ্ঠিত 

২য় তম বর্ষে পদার্পণ করলো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনী। THE SHADES OF NUDE–2

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৫, ৩:২১ পূর্বাহ্ণ
  • ৩৩ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

২য় তম বর্ষে পদার্পণ করলো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনী। THE SHADES OF NUDE–2

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

কলকাতার আই সি সি আর নন্দলাল ঘোষ গ্যালারীতে, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর পরিচালনায় এবং শর্মিষ্ঠা রায়চৌধুরীর উদ্যোগে ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বোর্ড মেম্বার সুরথ চক্রবর্তীর সহযোগিতায়, দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করলো, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনী , THE SHADES OF NUDE–2 ।

এই প্রদর্শনী চলে আঠাশে মার্চ থেকে ৩০ শে মার্চ ২০২৫ পর্যন্ত। সকলের দেখার সুযোগ থাকছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশন অফ বাংলাদেশ, ফার্স্ট সেক্রেটারী প্রেস TARIQUE CHOYON, IMAGE CRAFT এর প্রেসিডেন্ট শংকর দাস, পদ্মশ্রী খ্যাত চিত্রশিল্পী বিমান বিহারী দাস,

হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সুরকার ও শিল্পী মোল্লার ঘোষ, শিল্পী সুভাষ সিংহ রায় , শোভাবাজার রাজবাড়ীর প্রবীর কৃষ্ণ দেব , প্রশান্ত দাও, দীপঙ্কর সাহা, প্রেমাংশু দত্ত রিসিং সোসাইটি,

আর এন গোস্বামী আই সি সি আর, সহেলী সাহা ,প্রবীর কুমার বিশ্বাস আন্তর্জাতিক সাহিত্য সম্মান কেন্দ্রের প্রেসিডেন্ট, শোভন চক্রবর্তী জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল WRESTLING ASSOCIATION. সোমনাথ কর্মকার, সন্দীপ সাউ, কীর্তিকোনা চিনি, রত্না ভট্টাচারিয়া, রাজিব সেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই প্রদর্শনীর শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এর সাথে সাথে একটি ব্রচিওর এর শুভ সূচনা করেন।

যে সকল অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন তাদের সকলকে উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন। এর সাথে সাথে যে সকল চিত্রশিল্পী তাহাদের চিত্র এই গ্যালারীতে প্রদর্শিত করেছেন,

তাহাদের কেউ সম্মানিত করেন। অতিথিদের হাত ধরে। এই প্রদর্শনীতে প্রায় ৫০ জনেরও বেশি স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা তাদের চিত্র তুলে ধরেছেন। প্রায় একশোরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে।

শুধু প্রদর্শনী নয় সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, দূরদূরান্ত থেকে বহু শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানকে আলোকিত করেছেন, এই চিত্র প্রদর্শনী সচরাচর গ্যালারীতে খুব কম দেখা যায়।

যাহা দুটি বছর ধরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোক্তা শর্মিষ্ঠা রায়চৌধুরী তুলে ধরার চেষ্টা করেছেন, যাহা মেয়েদের গঠনকে চিত্রশিল্পীরা অন্যরূপে তুলে ধরার চেষ্টা করেছেন তুলি ও রঙের টানে,

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, উদ্যোক্তা ও অতিথিরা বলেন, আজকের এই মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। যদি না আসতাম তাহলে এইরকম সুন্দর একটি অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর কথা জানতেই পারতাম না,

যেভাবে এতগুলো শিল্পী কে এক করে, এই ধরনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন সবার সামনে ধন্যবাদ জানাবো উদ্যোক্তা শর্মিষ্ঠা রায় চৌধুরীকে, সত্যিই অকল্প নিয়ম পরিকল্পনা, যে ছবির মধ্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

বিশেষ অতিথি উৎসবে তাহার সাথে সাথে ডেপুটি হাইকমিশনার অফ বাংলাদেশ প্রথম সেক্রেটারী প্রেস , তিনি বলেন আজ আমার হাজার কাজ থাকা সত্ত্বেও সমস্ত কিছু বাতিল করে উপস্থিত হয়েছি আর এসে যে ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী দেখলাম,

সত্যিই আমি না আসতে পারলে হয়তো অনেক কিছু অগোচরে থাকতো। যে সকল সম্মানীয় শিল্পীরা তাদের চিত্র তুলে ধরেছেন আমি তাদেরকে কুর্নিশ জানাই তাদের চিত্র দেখে।

 শিল্পী সুব্রত ঘোষ,

যিনি একধারে চিত্রশিল্পী আরেক ধারে সংগীত শিল্পী, তিনি প্রথমেই উদ্যোক্তা শর্মিষ্ঠা রায়চৌধুরীকে ও সুরথ চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।, তিনি বলেন আমি বহু প্রদর্শনী দেখেছি এবং অংশগ্রহণ করেছি,

কিন্তু আমি এরকম একটি সংস্থার সাথে যুক্ত হয়ে, এবং এই প্রদর্শনীতে আমার ছবি দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে এই সংস্থা আরো এগিয়ে যাক এবং বিভিন্ন দেশে এরকম প্রদর্শনী করুক,

 

সকল চিত্রশিল্পীরা যাতে অংশগ্রহণ করতে পারে, এবং তাদের চিত্র তুলে ধরতে পারে আমি শুভ কামনা করিবেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর চিত্র প্রদর্শনী যেভাবে সারাদেশে পৌঁছানোর চেষ্টা করেছেন সকলের সহযোগিতা নিয়ে,

আশা করছি আগামী দিনে আরো বড় কিছু করতে পারবেন। শর্মিষ্ঠা রায় চৌধুরীর এই ধরনের প্রচেষ্টা একদিন ভারতবর্ষের সকল শিল্পীর কাছে পৌঁছে যাবে।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell