মাহমুদুল হাসান"চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় দুই হোটেল ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। সোমবার(৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতপুর থানার এনায়েতপুর নৌকা ঘাটে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে গোলাম হোটেল ও রাজার হোটেল ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ২টি হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ২০০০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্হিত ছিলেন , স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আঃ হালিমসহ আনসার সদস্য বৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুর রহমান জানান, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।