সরেজমিনে দেখা যায়,আব্দুল্লাহ শাহ(রাঃ) এর ওরশকে ঘিরে সকাল থেকে মাজার পরিচালনা কমিটি ছাড়াও ভক্তরা কোরআন খাতম, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশের কর্মসূচি পালন করছে
ওরশ শরীফ এর কর্মসূচীর বিষয়ে মাজার কমিটির মোতোয়াল্লি হাজী বিটু সিদ্দিকী বলেন,প্রতিবছর ব্যাপক আয়োজনে আজকের দিনে হযরত ,আব্দুল্লাহ শাহ (রাহঃ) বার্ষিক ওরশ শরীফ পালন করে আসলেও করোনা পরিস্থিতির কারণে গতবছরের ন্যায় এই বছরেও তেমন কোনো বড় ধরনের আয়োজন করা হয়নি। তবে ভক্তরা স্বাস্থবিধি মেনে নিজ নিজ দায়িত্বে জিয়ারত,খতমে কোরআন ও মিলাদ মাহফিল করে ওরশ পালন করতেছেন। এশা বাদ মাজার গোছল,গিলাফ ,মিলাদ দোয়া তবারক বিতরন করা হয়।
উল্লেখ্য যে,৩৮বছর যাবত ,আব্দুল্লাহ শাহ রহ:বাবাজানের পবিত্র ওরশ মোবারক পালন করেন আবেদ আলী শাহ রহ:বিগত ১৪বছর হলো তিনি পর পারে গিয়েছেন তিনি শায়িত আছেন ,বাবা আব্দুল্লাহ শাহ রহ:মাজারের পাশেই আবেদ শাহর পরে ওরশ পরিচালনা করছেন,মোতাল্লালী-হাজী বিটু সিদ্দীকি,সভাপতি-মো,মনির হোসেন প্রধান,খাদেম রয়েছেন,মো, আলম,মো,রাসেল,মো, আজিজ,আরমান, শাহ আলম প্রমুখ।,