পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সড়ক পথের দুয়ার খুলে যাচ্ছে। এর ফলে সাগরকন্যা কুয়াকাটায় ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হবে পর্যটন খাতে।
পর্যটকদের দৃষ্টি কাড়তে ২৫ জুন অর্থাৎ পদ্মাসেতু উদ্বোধনের দিন থেকে ১৫ দিনের জন্য আবাসিক হোটেল-মোটেলগুলোতে নির্ধারিত ভাড়ার ওপরে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার।
শুধু আবাসিক হোটেলেই নয়, রেস্তোরাঁগুলোতেও ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মো. সেলিম।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটায় আসা পর্যটকদের ১৬টি পেশার মানুষ সেবা দিয়ে থাকেন। সার্বিক সুযোগ-সুবিধা আমরা আরও উন্নত করবো। পদ্মা সেতুর কারণে কুয়াকাটা পর্যটন কেন্দ্রটি কক্সবাজারকে ছাড়িয়ে যাবে। কারণ বড় বড় কোম্পানিগুলো বিলাসবহুল স্থাপনা তৈরিতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে।