নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৮নং ওয়ার্ড এনায়েতনগর সাইফুল ইসলাম বিপলুর ভাড়াটিয়া মোঃ সুমন হোসেন নামের এক প্রতারক দুই লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে। সুমন হোসেন (২৬) পিতাঃ মোজাম হোসেন, গ্রামঃ জামালপুর ডাকঘর মহিষকুন্ডি ৭০৫২ দৌলতপুর কুষ্টিয়া।
সুমনের বাড়িওয়ালা বিপলু জানিয়েছেন সুমনের কাছে ৩০ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া পড়েছে আছে, সুমন বেশ কিছু দিন আমার ভাড়াটিয়া হিসেবে থাকছেন তাই বিগত কয়েক মাস যাবত বিভিন্ন অযুহাত দেখিয়ে ভাড়া নিয়ে তালবাহানা করছে আমি ভেবেছিলাম মানুষের সমস্যা থাকতে পাড়ে তাই তাকে ছাড় দিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে সে পালিয়ে যাবে। সুমন পালিয়ে যাওয়ার পরে শুন্তে পাই সে আমার ভাড়া বকেয়া রেখেই আরো মানুষের কাছ থেকে দুই লক্ষ টাকার অধিক ঋণ করেছে যা আমি আগে জানতাম না।
আমার পক্ষ থেকে সকল বাড়িওয়ালা দের অনুরোধ জানাচ্ছি যে আপনার নিজ জেলা বা থানার পরিচিত ছাড়া কোনো ভাড়াটিয়া কে কোনো প্রকার ছাড় দিবেন না। কারণ তাদের মতো কিছু প্রতারক নির্হ সেজে একটি এলাকায় কিছু দিন বসবাস করে পরে ঐ এলাকার দোকান বাকি, ঘড় ভাড়া,কিস্তির টাকা বা মানুষের কাছ থেকে হাওলাত করা অর্থ নিয়ে পালিয়ে যায় পরে ক্ষতি গস্ত হয়ে থাকি আমরা তাই তাদের কোনো ছাড় দিতে নেই।