নগর সংবাদ।।কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ মো. ইফতেখার খান ইফতি (২২) ও মো. আবু হুরাইরা (৪৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার জামতলী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
অষ্টগ্রাম থানা সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন। এ বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অষ্টগ্রাম উপজেলার জামতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, গাঁজাসহ আটক ইফতেখার ও আবু হুরাইরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।