দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মোস্তফা (৩৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের রামপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফা তার বাড়িতে একাই থাকতেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মোস্তফার গলাকাটা মরদেহটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মুহুর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।