সাভারের আশুলিয়া থেকে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন- রাজশাহী জেলার মো. রাজেস শাহ (৪৪), মো. সেলিম রেজা (৪২), মো. হানিফ (২৮) ও গাজীপুর জেলার মোছা. সাহিদা (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে সময় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের উপর প্রাইভেটকারে অভিযান পরিচালনা করে ৪৭ লাখ মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, ৫টি মোবাইলফোন এবং ২৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে আটক করে।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করছিল। এরপর আশুলিয়াসহ রাজধানীর কাছের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।