বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে দিবস উপলক্ষে র্যালি করা হয়।
“দূর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা, র্যালী ও মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহযোগীতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়লয়ের নারায়গঞ্জ সদর উপজেলার প্রশাসনের বাস্তবায়নে, আলোচনা ও ভূমিকম্প/অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।