বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:২৫
শিরোনামঃ
জনকল্যাণমূলক বৃহৎ কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ। এটিএন বাংলা-জেএসএস অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ-প্রেস সচিব শফিকুল আলম। আইভীর জামিন,হত্যাসহ ৫ মামলায় – স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষ। লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন : আন্তর্জাতিক মানে চট্টগ্রাম বন্দর গড়তে বিদেশি ব্যবস্থাপনার আহ্বান এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। কলেজ শিক্ষিকা স্ত্রী নিখোঁজ থানায় জি,ডি করতে এসে স্বামী জানেন সে অভিযুক্ত। চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যার রহস্য উন্মোচনে জেলা পুলিশের দৃষ্টান্তমূলক সাফল্য রাজ্যস্তরের ডাক টিকিট প্রদর্শনী– BONGOPEX প্রেস কনফারেন্স করেন।

শেখ রাসেলকে স্মরণীয় রাখার জন্য পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২২, ১০:৫৪ অপরাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

শেখ রাসেলকে স্মরণীয় রাখার জন্য পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’

শেখ রাসেলের হত্যার যেমন বিচার হয়েছে, ঠিক তদ্রুপভাবে আমরা চাই নারায়ণগঞ্জসহ পুরো বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে, তার বিচার যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে নগরের শেক রাসেল পার্কে  অনুষ্ঠিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন করা হয়।

তিনি আরো বলেন, তার কাছে বিচার চাই , কারণ মানবতার জননী তিনি। তার কাছে বিচার চেয়ে বিচার পায় বলেই তার কাছে আমাদের অনেক বেশি দাবি। শেখ রাসেলের জন্মদিনে দাড়িয়ে দাবি করছি, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার করা হোক। এটা আলোচিত হত্যাকান্ড, এই শহরে এরকম অনেক হত্যাকান্ড ঘটেছে। আমরা চাই, এই হত্যাকান্ডগুলোর বিচার হোক।

মেয়র আইভী বলেন, শেখ রাসেলকে আমরা স্মরনীয় করে রাখতে চাই। আমরা না চাইলেও ইতিহাসের পাতায় তার ও তার পরিবারের সর্বোচ্চ স্থান রয়েছে। শেখ রাসেলকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এই পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’।

আমি মাননীয় রেল মন্ত্রীর কাছে দাবি ও অনুরোধ করছি, আমরা এখানে নকশা অনুযায়ী পার্ক করেছি। নারায়ণগঞ্জ খেলাঘর মামলা করেছিল, এখানে যেন পার্ক করা হয়। সেই হাইকোর্টের রায় অনুযায়ী , এবং অনেক কিছু কাগজপত্রের বিনিময়ে পার্ক করেছি।

আপনি আসেন  পার্ক দেখে আপনি অনুমতি দিয়ে যান। আমরা রাসেলের জন্মদিনে দাড়িয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি শেখ রাসেলের নামে পার্কটি করে দেন। কারণ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে এই পার্কের অনুমোদন দেওয়া আছে।

আমি জানি না, কেন কি কারণে অনুমতি দিতে চাচ্ছেন না। আপনি এখানে এসে আমাদের সাথে কথা বলেন, ছোট ছোট বাচ্চাদের জন্য এই পার্কটি শেখ রাসেলের নামে করে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শহীদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান খান, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell