(১০ নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করে।
মৃত হালিমার ছোট ভাই জানায়,তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বাবার নাম মৃত এরশাদ আলী।বর্তমানে পল্টন লাইনের ৫৫/এ নং নিজেদের বাসায় থাকেন। বোন হালিমা তাদের সঙ্গে থাকতেন। প্রায় ১৫ বছর আগে তার মানসিক সমস্যা দেখা দেয়।বিভিন্ন জায়গায় তার চিকিৎসা চলছিল।
তিনি আরো জানায়,যখন সবাই ঘুমে ছিলো তখন একা একা ছাদে গিয়ে নিচে পড়ে যান আপা (হালিমা)।আমাদের ধারণা ছাদ থেকে লাফিয়ে আপা আত্মহত্যা করেছেন।পরে খবর পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার (ঢামেক)হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগেও আপা আত্মহত্যার চেষ্টা করেছিলো।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মোঃসেন্টু মিয়া বলেন, হালিমার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়,ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন যাবত।এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন,আজ তিনি ছাদ থেকে পড়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।