শুক্রবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:০৮
শিরোনামঃ
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেফতার সনাতন বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা কুমিল্লায় ৮১৮ টি মণ্ডপে পূজা “উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা-পুলিশ সুপার। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ৩১৩টি মামলা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন-(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন West Bengal INTTUC Trinamool Congress calls for protest and sit-in against Bengali speakers রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দালাল চক্রের ৪ জন আটক -বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন স্ত্রীর ধমক বঙ্গ গৌরব সম্মান ২০২৫”মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন-লুৎফুজ্জামান বাবর।

ভারতীয় চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম আর নেই ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

ভারতীয় চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম আর নেই ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন

ভারতীয় চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম আর নেই। তিনি ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ নভেম্বর) মৃত্যুবরণ করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ই-টাইমস’-এ পরিবেশিত এক সংবাদে এ খবর জানা গেছে।

তাবাসসুম শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন উপস্থাপক হিসেবে দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন। তাবাসসুমের ছেলে অভিনেতা হোসাং গোভিল তার মায়ের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

হোসাং গোভিল বলেন, ‘মা হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ৮টা ৪০মিনিটে হাসপাতালে মারা যান। তবে তিনি সুস্থ ছিলেন। ১০ দিন আগে আমাদের শোয়ের শুটিংও করেছিলাম। পরের সপ্তাহে আবারও শুটিংয়ের কথা ছিল। আচমকাই ঘটল এ রকম।’

হোসাং গোভিল আরও বলেন, ‘হজমের সমস্যায় ভুগছিলেন মা। মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। শুক্রবার ফের তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দুমিনিটের মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল মায়ের।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে সিনেমার জগতে প্রবেশ করেন তাবাসসুম। তাই তিনি বেবি তাবাসসুম নামে পরিচিত ছিলেন।

১৯৪৭ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম ছবিতে কাজ করেন তাবাসসুম। ১৯৭২ সালে দূরদর্শনের জনপ্রিয় টক শো ‘ফুল খিলে হ্যায় গুলাশন গুলশান’ সঞ্চালনা শুরু করেন। সেই শোয়ের মাধ্যমেই জনপ্রিয় হন তাবাসসুম। তিনি ‘মেরা সুহাগ’ (১৯৪৭), ‘মঁঝধার’ (১৯৪৭), ‘বড়ি বেহেন’ (১৯৪৯) ও ‘দিদার’ (১৯৫১) সিনেমায় অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছেন। সব শেষ তিনি ‘স্বর্গ’ ছবিতে ১৯৯০ সালে অভিনয় করেছিলেন।

তাবাসসুম ১৯৪৪ সালের ৯ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা অযোধ্যানাথ সচদেব ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং লেখক। তার মা আসগরী বেগম। তার মা মুসলিম হওয়ায় বাবা তার মায়ের ধর্মীয় অনুভূতি মাথায় রেখে তার নাম তাবাসসুম রেখেছিলেন। অন্যদিকে তাবাসসুমের মা তার বাবার ধর্মীয় অনুভূতি মাথায় রেখে তার নাম কিরণ বালা রেখেছিলেন। বিবাহের পূর্বে দলিল অনুসারে তার সরকারি নাম কিরণ বালা সচদেব রাখা হয়।

তাবাসসুম শিশু অভিনেত্রী হিসেবে নার্গিস ‘মাঝঁধার (১৯৪৭)’ এবং ‘বড় বহেন (১৯৪৯)’-এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে এসেছিলেন। পরে নীতিন বোস পরিচালিত ‘দিদার (১৯৫১)’ সিনেমায় নার্গিসের শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয় গান ‘বচপন কে দিন ভুলা না দেনা’ (যেটি লতা মঙ্গেশকর এবং শমসাদ বেগম গেয়েছিলেন) । এ গানটিতে তিনি ঠোঁট মিলিয়েছিলেন।

টিভি অভিনেতা অরুণ গোভিলের বড় ভাই বিজয় গোভিলের সঙ্গে তাবাসসুম বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell