মন্ত্রী ও শিল্পীদের উপস্থিতিতে এবং ডিরেক্টর পুরুষদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফেস্টিভেলের সমাপ্তি ঘোষণা করলেন এবং সম্মানিত অতিথিদের পুরস্কৃত করলেন, আজকের দিনটি একটু অন্যভাবে পরিবেশিত হয় অনুষ্ঠানটি , উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়, ঋতুপর্ণ সেনগুপ্ত হরনাথ চক্রবর্তী, সাহেব ,রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ অন্যান্য শিল্পী বৃন্দ, বিভিন্ন পরিচালকও শিল্পীদের মুখে একটি কথাই শোনা গেল এই বছর মানুষকে খুব সুন্দর আনন্দদায়ক করে তুলেছিল এবং আনন্দ দিয়েছিল এই কটা দিন মানুষ মেতে উঠেছিল রবীন্দ্র সদন ও নন্দনে
এবং বেশ কয়েকটি বই মানুষের মন কেড়েছে যারা সেই বইগুলি উপভোগ করেছেন এবং হলে বসে দেখেছেন আমরা চাইবো আগামী দিনে আরো জোরদার হোক , সকলে সুস্থ থাকুক,ভালো। থাকুক এই কামনা করি আর আগামী দিনে আরো আনন্দ উপভোগ করুক এই কামনা করি ,এমনকি যে সকল স্টলে বিভিন্ন লেখকের বইয়ের পসরা বসেছিল বইপ্রেমীরা পৃথিবীর জমিয়েছিলেন স্টলে স্টলে, সিনেমা প্রেমীদের যেমন সিনেমা মুগ্ধ করেছে ফিল্ম ফেস্টিভ্যালে আনন্দ দিয়েছে এই কয়েকটা দিন, তেমনি আজকে দেখা গেল একটু অন্যরকম চিত্র শিল্পীরা কোন দিকেই কম নয়। এবং পেটের জ্বালা শিল্পীকে অন্যরূপে জনগণের সামনে তুলে ধরতে দেখা যায় তারও চিত্র আজকে ক্যামেরায় ধরা পরল, প্রচন্ড ঠান্ডার মধ্যেও একটি জ্যান্ত মডেলকে এত লোকের সামনে তার মডেল তুলে ধরতে দেখা গেল এবং মানুষকে অবাক করিয়ে দিল, অনেকেই অবাক করিয়ে দিয়েছে সত্যি কারের মানুষ না এটা মডেল যেই দেখে অবাক হয়ে যায় প্রথমেই তারা ভুলবো বুঝে নেয় যে এটা মডেল কিন্তু যখন ভালো করে দেখেন তখন বুঝতে পারেন যে একজন জ্যান্ত মডেল এইভাবে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারে মানুষকে আনন্দ দেয়ার জন্য আজ চোখে পড়ে এই মানুষটির সামনে সামনে, কেউ কেউ সহযোগিতার হাত ও বাড়িয়ে দিয়েছেন সাহায্য করে।