নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইটে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসন নানা বিধি নিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন থার্টি ফাস্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তা ও ফ্লাইওভারসহ উন্মুক্ত স্থানসমূহে কনসার্ট, নাচ-গানের আয়োজন থেকে বিরত থাকা, উচ্চস্বরে গাড়ীর হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর বাইক চালানো থেকে বিরত থাকা, ভুভুজেলা বাশিঁ বাজানো, ফানুস উড়ানো, পটকা ফুটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকা ও বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন না করা।